শতবর্ষের প্রাক্কালে 'সোনালি' চমক, পাথুরিয়াঘাটায় পুরনো রূপে বড় কালী, রইল প্রথম ঝলক
মণ্ডপ থেকে বের করে আনার পর, প্রতিমা কিছুক্ষণ রাখা হয় পাড়ায়, সিঁদুর খেলেন পাড়ার বাসিন্দারা। জাঁকজমক করা হয় পুজোর বিসর্জনে। আট থেকে আশি, পুরুষেরা সাদা ধুতি-পাঞ্জাবি পরে পথে বেরোন, মেয়েদের পরনে থাকে লাল পাড় সাদা শাড়ি। পায়ে জুতো থাকে না কারও ।মহা মিছিল পাথুরিয়াঘাটা থেকে গনেশ টকিজ হয়ে, মানিকতলা ঘুরে বিডনস্ট্রিট পেরিয়ে গঙ্গার তীরে পোঁছয়।