আজকাল ডট ইন বেঙ্গালুরু শারদ গৌরবের প্রথম পুরষ্কার বিজয়ী ‘বর্ষা’, উৎসবের আনন্দে নতুন পালক

শারদ সম্মানে নতুন দিক তৈরি করল আজকাল ডট ইন।

Aajkaal Digital Bengaluru Sarod Gourav first prize winner is Barsha
২০২৫ সালের প্যান্ডেলের থিম ‘চিত্রগণা’
Aajkaal Digital Bengaluru Sarod Gourav first prize winner is Barsha
Aajkaal Digital Bengaluru Sarod Gourav first prize winner is Barsha
Aajkaal Digital Bengaluru Sarod Gourav first prize winner is Barsha

আজকাল ওয়েবডেস্ক: শারদ সম্মানে নতুন দিক তৈরি করল আজকাল ডট ইন। রাজ্যের বাইরে গিয়ে এবার অন্য রাজ্যে আজকালের জয়জয়কার। বেশ কয়েকটি ক্লাব এবারের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। ছিল থিম বনাম সাবেকীয়ানার লড়াই। 

সমস্ত ক্লাবকে পিছনে ফেলে আজকাল ডট ইন বেঙ্গালুরু শারদ সম্মানের সেরার সেরা পুরষ্কার ছিনিয়ে নিল বর্ষা। এরা প্রথম দিন থেকেই সকলের নজর কাড়ে। এবার প্রথমবার তারা এই ধরণের একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে সকলের নজর কাড়ল। 

২০২৫ সালের প্যান্ডেলের থিম ‘চিত্রগণা’—যা অনুপ্রাণিত হয়েছে কর্ণাটকের ঐতিহ্যবাহী লোকনাট্য যক্ষগান থেকে। এই থিমের মাধ্যমে ভারতের সমৃদ্ধ গল্পকথন ও লোকজ সংস্কৃতির ঐতিহ্যকে শ্রদ্ধা জানানো হচ্ছে।


প্রথমবারের মতো বেঙ্গালুরুতে দুর্গাপুজোর প্যান্ডেল পাবে কলকাতার প্রতীকী থিম-ভিত্তিক প্যান্ডেলের আভিজাত্যের প্রতিচ্ছবি। এখানে দেখা যাবে এক অভূতপূর্ব সাংস্কৃতিক সংমিশ্রণ—
বাংলার ছৌ মুখোশ
ঐতিহ্যবাহী পটচিত্র আঁকা
কর্ণাটকের প্রাণবন্ত ডোল্লু কুনিথা ও যক্ষগান শিল্পরীতি
সব মিলিয়ে দর্শনার্থীরা প্রত্যক্ষ করবেন এক অনন্য শিল্প-আখ্যানের অভিজ্ঞতা। থিম কনসেপ্ট- বাপ্পা ( নাটক ও সিনেমার পরিচালক)।

প্যান্ডেলের ভিজ্যুয়াল উপাদানে থাকছে সমসাময়িক স্পর্শও। জনপ্রিয় সিনেমা ‘কান্তারা’-র নান্দনিকতাকে মিশিয়ে দেওয়া হয়েছে এই থিমে, যা বাংলার লোকশিল্প ও কর্ণাটকের জীবন্ত লোককথার মধ্যে তৈরি করেছে সেতুবন্ধন। এককথায় চিত্রগণা শুধু একটি প্যান্ডেল নয়, এটি বাংলার ও কর্ণাটকের লোকশিল্পের মহোৎসব, যেখানে অতীত ঐতিহ্য, আধুনিক শিল্প ও আঞ্চলিক সংস্কৃতি মিলেমিশে গড়ে তুলেছে এক অভূতপূর্ব দুর্গোৎসবের আবহ।

এবার প্রথম পুরষ্কার হিসেবে তারা পেল ৭৫ হাজার টাকা। স্বাভাবিকভাবেই ক্লাবের প্রতিটি সদস্য খুশি। এই ক্লাবের অন্যতম সদস্যদের মধ্যে রয়েছেন রুদ্রকমল, শতদ্বীপ, প্রিয়াঙ্কা, তনুশ্রী এবং শুভজিত। এরা সকলেই এই পুরষ্কার জিততে পেরে খুশি। আগামী বছর আরও ভাল কিছু করে ফের একবার সকলের মন জয় করতে এরা এখন থেকেই শপথ নিয়েছে।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব হল দুর্গাপুজো। সারা বছর ধরে সকলেই এর জন্য অপেক্ষা করে থাকেন। বছরের এই সময়টা তাই সকলে সবকিছু ভুলে পুজোর আনন্দে মাতেন। সেখানে দেশ কালের গন্ডি বলে কিছুই থাকে না। এমনিতে গোটা বিশ্বে নিজের জায়গা করে নিয়েছে বাংলার দুর্গাপুজো। ইউনেস্কো একে স্বীকৃতি দেওয়ার পর এর মাত্রা আরও বেড়েছে। 


প্রতি বছরই সরকারি সংস্থা থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি সংস্থা পুজো উপলক্ষ্যে পুরষ্কার বিতরণ করে থাকেন। সেখানে পিছিয়ে নেই আজকাল ডট ইন। তবে এবার আজকালের ভাবনা ছিল একটু অন্য ধরণের। তাই তারা রাজ্যের বাইরে গিয়ে বেছে নেয় বেঙ্গালুরুকে। টেক সিটি হিসেবে পরিচিত বেঙ্গালুরু সকলের কাছে এখন হটকেক। সেখানেই যেন নতুন করে নিজের জায়গা করে নিল আজকাল ডট ইন বেঙ্গালুরু গৌরব ২০২৫। প্রথমবারেই আজকাল হয়ে উঠল সকলের কাছে মানুষ। সেখানকার বাঙালি থেকে শুরু করে সকলেই আজকালকে নিজের কাছের মানুষ বলেই টেনে নিলেন। 

চলতি বছরে পুজোর শুরুর দিন থেকেই আজকাল তাই সকলের কাছে অনেক বেশি প্রিয় হয়ে উঠেছিল। প্রথম পুরষ্কার প্রাপক বর্ষা-র কাছে তাই আজকাল ডট ইনের দেওয়া প্রথম পুরষ্কার পেয়ে এরা সকলেই খুশি।