লম্বায় ১২০ ফুট, চওড়ায় ১৭০ ফুট, শ্রীকৃষ্ণের দ্বারকা যেন এবার উঠে আসবে বারাসতে

Kali Puja 2025: এ বলে আমায় দ্যাখ তো ও বলে আমায়। কালীপুজোয় গোটা রাজ্যে এগিয়ে থাকে বারাসত। থিম বৈচিত্র্যে এখানে চলে জোর টক্কর।

Kali Puja 2025: A Puja committee of Barasat in North 24 Pargana is forming their pandal like Dwaraka of Lord Sri Krishna
নবপল্লি আমরা সবাই ক্লাবের কালীপুজোর প্রস্তুতি। নিজস্ব চিত্র।

আজকাল ওয়েবডেস্ক: এ বলে আমায় দ্যাখ তো ও বলে আমায়। কালীপুজোয় গোটা রাজ্যে এগিয়ে থাকে বারাসত। থিম বৈচিত্র্যে এখানে চলে জোর টক্কর। উত্তর ২৪ পরগণার এই অঞ্চলে কালীপুজো নিয়ে তৈরি হয় সবচেয়ে বেশি উন্মাদনা। কালীপুজো এই অঞ্চলে অজস্র হলেও কিছু কিছু পুজো আছে যা প্রতি বছরই দর্শকদের কাছে থাকে আকর্ষণের একে বারে উপরের সারিতে। যেমন 'নবপল্লি আমরা সবাই'-এর পুজো। এবছর আবারও চমক দিতে ময়দানে হাজির তারা। পুজো এবার পা দিল নবম বর্ষে। এবার তাদের থিম, 'শ্রীকৃষ্ণের দ্বারকা'। পৌরাণিক আবহ ফুটিয়ে তুলতে যেখানে ব্যবহার করা হবে বিশেষ আলো। অবশ্যই সঙ্গে থাকবে বিশেষ শিল্পকর্ম। যার সঙ্গে যোগ হবে আধুনিক ভাবনা। সব কিছু মিলিয়ে মিশিয়ে তৈরি হবে এবারের মণ্ডপ। যার উচ্চতা হবে ১২০ ফুট এবং চওড়ায় ১৭০ ফুট। প্রতিবছর তাদের এই থিমের অভিনবত্বে এবার উঠে আসবে এই বিশেষ ভাবনা। 

ইতিমধ্যেই অনেকটাই এগিয়ে গিয়েছে মণ্ডপের কাজ। প্রায় চার মাস আগে থেকেই তৈরি শুরু হয়েছে এই বিশেষ থিমের। কলোনী মোড় থেকে অল্প দূরত্বে গেলেই এই পুজো। পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণের বাসভূমি দ্বারকা ছিল ন্যায়, ধর্ম, প্রেম ও শান্তির প্রতীক। গল্পে শোনা সেই রাজ্য যেন বর্তমান এই আধুনিক যুগে সকলের সামনে জীবন্ত হয়ে উঠে আসবে। এটাই জানাচ্ছেন আয়োজকরা। মণ্ডপে তৈরি করা হয়েছে দ্বারকার সাত নগরী। দর্শনার্থীরা এই মন্দিরের মধ্যে প্রবেশ করলেই দেখতে পাবেন পৌরাণিক কৃষ্ণরাজ্য। যেখানে কোথাও গোপীদের আরাধনা আবার কোথাও কৃষ্ণলীলা থেকে ধর্মযুদ্ধের চিত্র। 

আরও পড়ুন: হারিয়ে যাওয়া সুরই আজ জীবনের প্রতিধ্বনি, ১৩তম বর্ষে বিজয়গড় ৬ পল্লীর আয়োজন ‘বহমান’

কালী প্রতিমাতেও রয়েছে বিশেষ আকর্ষণ। ১৫ ফুট উচ্চতার দেবী থাকবেন সিংহাসনে। সেই মূর্তির অর্ধেক কালী এবং অর্ধেক কৃষ্ণ। এই যুগল রূপ দর্শন করবেন দর্শনার্থীরা। 

পুজো কমিটির অন্যতম কর্ণধার ও বারাসত পৌরসভার পৌরপিতা অরুণ ভৌমিক জানান, 'দ্বারকা শুধু থিম নয়। যেখানে পুরাণ মিলেছে বর্তমানের সঙ্গে। আর শিল্প ছুঁয়ে গিয়েছে ভক্তির গভীরতাকে। মণ্ডপ আগামী ১৭ অক্টোবর থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার চিন্তা আছে আমাদের। আমরা আশা করছি দর্শনার্থীদের মন কাড়বে এই পুজো মণ্ডপ।'