শতবর্ষের প্রাক্কালে 'সোনালি' চমক, পাথুরিয়াঘাটায় পুরনো রূপে বড় কালী, রইল প্রথম ঝলক

পুজোর মতোই সমান আকর্ষণ বড় কালীর বিসর্জন নিয়েও। আশেপাশের পাড়ার মানুষজন রাস্তার দু’পাশে প্রতিমা দেখার জন্য অপেক্ষা করেন। জায়গায় জায়গায় হয় পুষ্পবৃষ্টি। তবে, পুজোর পরের দিন বিসর্জন হয়না। সেদিন অন্নকূটের আয়োজন করে ব্যায়াম সমিতি। হাজার চারেকের বেশি মানুষ বসে ভোগপ্রসাদ গ্রহণ করেন। তাঁদের মতে কলকাতার বৃহত্তম অন্নকূট মহোৎসব পালিত হয় এখানেই। অন্নকূটের পরের দিন প্রতিমার বিসর্জন হয়।
7 / 8

পুজোর মতোই সমান আকর্ষণ বড় কালীর বিসর্জন নিয়েও। আশেপাশের পাড়ার মানুষজন রাস্তার দু’পাশে প্রতিমা দেখার জন্য অপেক্ষা করেন। জায়গায় জায়গায় হয় পুষ্পবৃষ্টি। তবে, পুজোর পরের দিন বিসর্জন হয়না। সেদিন অন্নকূটের আয়োজন করে ব্যায়াম সমিতি। হাজার চারেকের বেশি মানুষ বসে ভোগপ্রসাদ গ্রহণ করেন। তাঁদের মতে কলকাতার বৃহত্তম অন্নকূট মহোৎসব পালিত হয় এখানেই। অন্নকূটের পরের দিন প্রতিমার বিসর্জন হয়। 

Previous Next