'প্রেম ভাঙার পরের দুটো পুজো ছিল বর্ণহীন', উৎসবের আগে নতুন অবতারে কুণাল ঘোষ, জানালেন অজানা কথা
ঝগড়া বিবাদ নয়। ফেসবুকে রাজনীতির তর্ক নয়। সাংবাদিক বৈঠকে বিরোধী দলকে আগ্রাসী আক্রমণ নয়। কুণাল ঘোষ এখানে রঙিন। অন্য অবতারে।
সুকিয়া স্ট্রিটের মোড়ে কিংবা টিভির পর্দায় তিনি যতটা সাবলীল, দ্য পার্কের ফ্যাশন শ্যুটে সাবলীল ঠিক ততটাই। দেখে কে বলবে, এটাই প্রথমবার। আজকাল ডট ইন-এর পুজোর ফ্যাশন শ্যুটে 'কালারফুল' কুণাল। নানা পোশাকে সাজলেন যেমন, তেমনই বললেন নানা অজানা কথা।
এক ঝলকে সেসবই-