'ও দুঃখী হলে আমারও দুঃখ লাগে', বহু যুগের পরিচিত মাধবকে তবু কেন বাদ? 'ফাটাকেষ্ট কালী' পুজোর পরিচালক যা জানালেন...

দুর্গাপুজো শেষ, লক্ষ্মীপুজোও। হালকা ঠান্ডা লাগে এই সময়টায় সকালের দিকে। ঠিক এমন এক সকালে, কুমোরটুলি থেকে বিধান সরণি ধরে মন্ডপে পৌঁছয় দীর্ঘাঙ্গী প্রতিমা। তার কোমর ছাড়ানো চুল, দু' পাশে ধুনোর ধোঁয়া। রাস্তায় শ'য়ে শ'য়ে মানুষ।
1 / 9

দুর্গাপুজো শেষ, লক্ষ্মীপুজোও। হালকা ঠান্ডা লাগে এই সময়টায় সকালের দিকে। ঠিক এমন এক সকালে, কুমোরটুলি থেকে বিধান সরণি ধরে মন্ডপে পৌঁছয় দীর্ঘাঙ্গী প্রতিমা। তার কোমর ছাড়ানো চুল, দু' পাশে ধুনোর ধোঁয়া। রাস্তায় শ'য়ে শ'য়ে মানুষ। 

Next