শতবর্ষের প্রাক্কালে 'সোনালি' চমক, পাথুরিয়াঘাটায় পুরনো রূপে বড় কালী, রইল প্রথম ঝলক

শুক্রবার রাতভর চলবে প্রতিমার গয়না পরানোর নিয়ম। পুজোর দিন প্রতিমায় মাল্যদানের পর নদী থেকে রুপোর বড় কলসিতে জল  ভরে আনতে হয়। সেই রুপোর কলসি মাথায় করে নিয়ে আসেন পুজো কমিটির সদস্যরা। ঘট স্থাপন করে শুরু হয় পুজো। পুজোর জন্য ৫৬ ভোগের আয়োজন করা হয়। তার সঙ্গেই ৫ রকমের মিষ্টি দেওয়া হয় পুজোয়। লাড্ডু, জিভে গজা, খাজা, মালপোয়া এবং জিলিপি। হয় মহারতি।
6 / 8

শুক্রবার রাতভর চলবে প্রতিমার গয়না পরানোর নিয়ম। পুজোর দিন প্রতিমায় মাল্যদানের পর নদী থেকে রুপোর বড় কলসিতে জল  ভরে আনতে হয়। সেই রুপোর কলসি মাথায় করে নিয়ে আসেন পুজো কমিটির সদস্যরা। ঘট স্থাপন করে শুরু হয় পুজো। পুজোর জন্য ৫৬ ভোগের আয়োজন করা হয়। তার সঙ্গেই ৫ রকমের মিষ্টি দেওয়া হয় পুজোয়। লাড্ডু, জিভে গজা, খাজা, মালপোয়া এবং জিলিপি। হয় মহারতি। 

Previous Next