শতবর্ষের প্রাক্কালে 'সোনালি' চমক, পাথুরিয়াঘাটায় পুরনো রূপে বড় কালী, রইল প্রথম ঝলক

২২ নম্বর যদুলাল মল্লিক রোডে এখন ব্যস্ততার শেষ নেই। একটু একটু করে ভিড় বাড়তেও শুরু করছে। পথচলতি মানুষ আচমকাই থমকে যাচ্ছেন। একী কাণ্ড! এতদিন সকলেই ওই পথ দিয়ে যাওয়া আসার সময় অন্যান্যবারের মতোই প্রতিমা তৈরি হতে দেখেছেন, এবারও। তবে চমক ছিল বুঝতে পারেননি।
1 / 8

২২ নম্বর যদুলাল মল্লিক রোডে এখন ব্যস্ততার শেষ নেই। একটু একটু করে ভিড় বাড়তেও শুরু করছে। পথচলতি মানুষ আচমকাই থমকে যাচ্ছেন। একী কাণ্ড! এতদিন সকলেই ওই পথ দিয়ে যাওয়া আসার সময় অন্যান্যবারের মতোই প্রতিমা তৈরি হতে দেখেছেন, এবারও। তবে চমক ছিল বুঝতে পারেননি।

Next