'অষ্টমীতে শাড়ি আর লুচি-আলুরদম তো চাই-ই চাই'-পুজোর পাঁচদিন কীভাবে কাটাবেন ছোটপর্দার 'ফুলকি' দিব্যাণী?
Divyani Mondal: শুটিং থেকে ছুটি পেতেই পুজোর আনন্দে মেতে উঠেছেন নায়িকা।

পুজোর বাদ্যি বেজেছে, শারদ উৎসবের শুরু। ষষ্ঠীর সকাল থেকেই মণ্ডপে ভিড়, পুজোর আমেজে মেতে উঠেছেন তারকারাও। ছোটপর্দার জনপ্রিয় মুখ দিব্যাণী মণ্ডলও একদম রেডি পুজোর জন্য। দিব্যাণীকে দর্শক পর্দায় দেখেন 'ফুলকি' হিসেবে। শুটিং থেকে ছুটি পেতেই পুজোর আনন্দে মেতে উঠেছেন নায়িকা।
আগের দু'বছর কলকাতার পুজোয় থাকতে পারেননি তিনি। ছুটি কাটাতে দার্জিলিং ও কাশ্মীরে গিয়েছিলেন পরিবারের সঙ্গে। তবে এবছর আর কিছুতেই মিস করবেন না কলকাতার পুজো। তাই খাওয়াদাওয়া থেকে শুরু করে সাজগোজের প্ল্যানিং নিয়ে আজকাল ডট ইন-এর কাছে অকপট দিব্যাণী।
পর্দার ফুলকির কথায়, "ভিড় ঠেলে ঠাকুর দেখতেই বেশি পছন্দ করি। আগের দু'বছর পারিনি। এবছর তো দেখবই। পুজোর সাজে ওয়েস্টার্ন ট্রাই করব, এথনিক পড়ব। আমি তো অপেক্ষা করে আছি অষ্টমীর জন্য। সেদিন শাড়ি পরব, কপালে ছোট্ট টিপ, আর মা যেমন সোনার গয়না পরে, তেমন পরব। তবে আমায় সোনার গয়না কিছুতেই মা পরতে দেবে না। ইমিটেশনের গয়নায় সাজব তাই। যাই হোক না কেন, অষ্টমীতে বাঙালিয়ানা থাকবেই সাজে।"
দিব্যাণী আরও বলেন, "খেতে খুব ভালবাসি, তাই পুজোর সাজের সঙ্গে খাওয়াটাও লিস্টে চলেই আসে। আমি তো ভেজিটেরিয়ান। তাই পোলাও-মাটন নয়, পোলাও আর আলুর দম খেতে খুব ভালবাসি। অষ্টমীর দিন লুচি, ছোলার ডাল, বাসন্তি পোলাও, আলুর দম পায় পেরে খাব। আমার বাড়ির কাছে একটা মন্দিরে সন্ধের দিকে ঠাকুরের ভোগে লুচি আর সুজি দেয়। সেটাও খাব বলে ঠিক করেছি।"
নায়িকার কথায়, "মিষ্টি খেতে তো অসম্ভব ভালবাসি। আগের বছর দশমীর দিন কাশ্মীরে বসে শুধু সোশ্যাল মিডিয়ায় মিষ্টির ছবি দেখে গিয়েছি। খুব মন খারাপ করছিল তখন। তাই এবছর নতুন নতুন মিষ্টি ট্রাই করব। সারা পুজো জুরে অনেকরকম মিষ্টি খাব, ডায়েট নিয়ে ভাবব না।"