'প্রাক্তন প্রেমিকের সঙ্গে পুজোয় চুটিয়ে প্রেম করেছি..' শরতের গন্ধ আসতেই নস্টালজিয়ায় ভেসে আর কী বললেন শ্রেষ্ঠা?

Singer Shrestha D: সামনেই পুজো তাই, পুজোর প্রেম নিয়ে আজকাল ডট ইন-এর সঙ্গে খোলামেলা আড্ডায় শ্রেষ্ঠা।

Singer Shrestha D shared her puja plan and spoke about relationship

জিনিয়া সেনের লেখায় 'রক্তবীজ ২'-এর গান ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রে। টলিপাড়ার এই নতুন আইটেম গান প্রকাশ্যে আসতেই মিশ্র প্রতিক্রিয়া শ্রোতাদর্শকের। নুসরত জাহানের শরীরী হিল্লোলের নেপথ্যকণ্ঠ নিয়েও আলোচনা হচ্ছে। গানটি গেয়েছেন শ্রেষ্ঠা দাস। ‘বহুরূপী’ ছবিতে ‘ডাকাতিয়া বাঁশি’ গেয়ে সাড়া ফেলেছিলেন গায়িকা। এবার নতুন আইটেম গানেও দারুণ চর্চায় শ্রেষ্ঠা। 


গায়িকার প্রেমিকও নাকি এই গানের কথায় সম্মতি জানিয়েছেন। সামনেই পুজো তাই, পুজোর প্রেম নিয়ে আজকাল ডট ইন-এর সঙ্গে খোলামেলা আড্ডায় শ্রেষ্ঠা। গায়িকার কথায়, "শুধুমাত্র পুজোর পাঁচদিনের জন্য প্রেম হয়নি কখনও। কারণ, আমার ঠিক ওই ব্যাপারটা আসে না। একটু আধ্যাত্মিক টাইপের, তাই সবকিছু খুব নিষ্ঠার চোখে দেখি। প্রেমটাও সেইভাবেই ডিল করি। একটা অনেক বছরের সম্পর্ক ছিল। সেই সময় পুজোয় চুটিয়ে ঘুরেছি, খুব মজা করেছি। বাড়িতে মা সবটাই জানতেন, চাই চাপ ছিল না।" 


শ্রেষ্ঠা আরও বলেন, "তারপর ২০২২ সালে আমাদের সম্পর্কটা ভেঙে যায়। এরপর দু'বছর ধরে কাউকে আমার জীবনে আসতে দিইনি। কিন্তু ধীরে ধীরে নিজেকে বোঝাই, মুভ অন করি। এখন আমি আবারও প্রেমে পড়েছি। তবে আমাদের লং ডিসটেন্স রিলেশনশিপ, বুঝতেই পারছেন কতটা কষ্টে আছি। অনেকেই বলেন লং ডিসটেন্সে খুব মজা হয়। তবে এখন তো সবে শুরু, তাই মজাটা ঠিক বুঝতে পারছি না, সাজাই মনে হচ্ছে।"

গায়িকার কথায়, "পুজোয় তো ওকে মিস করবই, সঙ্গে কলকাতাকেও খুব মিস করব। কারণ, পুজোয় এই প্রথমবার আমি বাইরে থাকছি।‌ প্রথমে দিল্লি, তারপর মুম্বই। ফিরছি দশমীর দিন, ততক্ষণে পুজো শেষ। তাই মন খারাপ।"


শ্রেষ্ঠা বলেন, "পুজোয় তাও প্ল্যান করেছি। যে একটা দিন থাকছি কলকাতায়, সেই একটা দিনের জন্যই ভেবে রেখেছি কী কী করব। আসলে পুজোর সময় রেস্তোরাঁগুলো একটু কম ভালবেসে রান্না করে বলে আমার মনে হয়। তাই বাড়ির খাবারই বেশি প্রিয়। আগে আমাদের বাড়িতে পুজোর এক একদিনে, এক একরকম রান্না হত। সব ভাইবোনরা আসত, খুব মজা হত। এখন তো শুধু আমি আর মা থাকি। আমরা পুজোর সময় কোথাও যাই বা না যাই একটা দিন সিনেমা দেখি আর একটু খাওয়াদাওয়া করি। এবারও দশমীতে তেমনকিছু প্ল্যান করছি‌। আসলে পুজোয় ভিড় ঠেলে প্যান্ডেল হপিং-এর থেকে আড্ডাটা বেশি পছন্দ করি।"