কমিউনিটি হল ভাড়া করে উইকএন্ডে পুজো, ঘর থেকে দূরে কানাডায় প্রবাসীরা পুজোর অপেক্ষায়
Durga Puja: সময়ের সঙ্গে সঙ্গে প্রবাসে পুজোর সংখ্যা বাড়ছে। লন্ডন-জার্মানির মতোই পাল্লা দিয়ে পুজো বাড়ছে কানাডায়।
আজকাল ওয়েবডেস্ক: যাঁরা সারা বছর বাইরে থাকেন, বারই থেকে দূরে, পুজো তাঁদের কাছে অপেক্ষা। অপেক্ষা ঘরে ফেরার। এই ফেরার প্রস্তুতি শুরু হয় বহুদিন আগেই, ফেরার টিকিট কাটাই যেন ঢাকে কাঠি পড়া। তবে যাঁরা ওই কয়েকদিনও ছুটি ম্যানেজ করতে পারেন না। ফিরতে পারেন না ঘরে, তাঁরা? তাঁরা নিজেদের মতো করে পুজো কাটান প্রবাসেই। কানাডা থেকে বার্লিন, বহু জায়গায় পুজোর প্রতিমা যায় কলকাতার কুমোরটুলি থেকেই। অনেকেই বলেন, ওই প্রতিমাই ঘরের ছোঁয়া, দেশের ছোঁয়া বয়ে নিয়ে যায়।
সময়ের সঙ্গে সঙ্গে প্রবাসে পুজোর সংখ্যা বাড়ছে। লন্ডন-জার্মানির মতোই পাল্লা দিয়ে পুজো বাড়ছে কানাডায়। এই মুহূর্তে সেখানে অন্তত ৪০ থেকে ৫০টা দুর্গা পুজো হয়। উদ্যোগ নেন ভারত, বাংলাদেশের বাঙালিরা।
কলকাতা থেকে, পুজো থেকে দূরে, কানাডায় রয়েছেন কলকাতার অর্যমা দাস। জানালেন, ‘এর আগে ক্যালগেরি তে ৪ থেকে ৫টা পুজো হত, এবছর যোগ হচ্ছে আরও একটা পুজো। এবার প্রথম ভারতীয় বাঙালি ক্যালগরি ক্লাবও পুজো করছে তাদের সঙ্গে।‘ পুজোয় থাকছে কলকাতার ছাপ। থাকছে খাঁটি বাঙালিয়ানা।
কবে হচ্ছে পুজো? অর্যমা জানালেন, পুজো হবে ১১-১২-১৩ তারিখ। অর্থাৎ ‘উইকএন্ড’-এ লম্বা পুজোর আমেজ। আর পুজোর প্যান্ডেল? জানা গেল, ভাড়া করা হচ্ছে হল। সাজানো হবে, সেখানেই হবে পুজো।