জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠল বেঙ্গালুরু
জগদ্ধাত্রী পুজোর সুনাম জেলা, রাজ্য পেরিয়ে পৌঁছেছে ভিন রাজ্যে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এবার বেঙ্গালুরুতে।
দেবস্মিতা
জগদ্ধাত্রী পুজোর সুনাম জেলা, রাজ্য পেরিয়ে পৌঁছেছে ভিন রাজ্যে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এবার বেঙ্গালুরুতে। বেঙ্গলের স্পিরিট হইহই করে সেলিব্রেট করা হল সে শহরে।
প্রবাসী বাঙালিদের একত্রিত করতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। সেখানে সর্বজনীন জগদ্ধাত্রী পুজোর আয়োজনের জন্য প্যান্ডেল হিসেবে বানানো হয়েছিল এক রাজপ্রাসাদ। বিশাল বড় মণ্ডপ, মধ্যেখানে ঝাড়বাতি লাগানো। এই কদিন বেঙ্গালুরুতে উঠে এসেছিল ঠিক যেন এক টুকরো চন্দননগর। প্রতিমার ছিল সাবেকি সোলার সাজ। উদ্যোক্তারা বলছেন, এই পুজোর থিম সারা বেঙ্গালুরুতে একটাই পুজো সকল বেঙ্গালুরুবাসীর জন্য।
ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা যোগ দিয়েছিলেন পুজোয়, মেতে উঠেছিলেন আনন্দে। শেষদিনে বাংলা থেকে উপস্থিত ছিল রকব্যান্ড। সপ্তাহান্তে রবিবার ছুটির সন্ধ্যায় তারা মাতিয়েছিল শহর। উদ্যোক্তারা জানাচ্ছেন, বাংলা আর বেঙ্গালুরুর মধ্যে সেতু বাঁধাই ছিল এই অনুষ্ঠানের উদ্দেশ্য।
বাংলার ব্যান্ড "পৃথিবী" মঞ্চে নামে সন্ধ্যা সাতটা থেকে। শুধু বাঙালিরাই নন, সেই কনসার্টে ভিড় জমান বাঙালি ছাড়াও প্রচুর অবাঙালি বাসিন্দারাও। এদিনের রক কনসার্টের পাশাপাশি, ছিল বেশ কিছু খাবারের স্টলও। সেই স্টলে ছিল সম্পূর্ণ বাঙালি খাবার। স্টল দিয়েছিলেন সেখানকার বাঙালিরাই। দেখা যায়, বাঙালিরা তো বটেই, ভিন জায়গায় বাঙালি খাবার খেতে ভিড় জমান অন্যান্যরাও। তার মধ্যে ছিলেন অবাঙালিরাও।