পুজোর আগে সাজছে বার্লিন, দুর্গাপুজোকে কেন্দ্র করে চলবে একাধিক অনুষ্ঠান, সঙ্গে জমিয়ে খাওয়াদাওয়া

শুধু কলকাতা নয়, বিশ্বজুড়ে বাঙালিরা প্রস্তুতি নিচ্ছেন মা দুর্গার আরাধনায়। সেরকমই দুর্গাপুজোকে কেন্দ্র করে তুঙ্গে প্রস্তুতি চোখে পড়ছে জার্মানির রাজধানী বার্লিনে।

Berlin is getting ready for Durga Puja as bangali association prepares for festival

আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। শুধু কলকাতা নয়, বিশ্বজুড়ে বাঙালিরা প্রস্তুতি নিচ্ছেন মা দুর্গার আরাধনায়। সেরকমই দুর্গাপুজোকে কেন্দ্র করে তুঙ্গে প্রস্তুতি চোখে পড়ছে জার্মানির রাজধানী বার্লিনে। মূলত দুটো বড় দুর্গাপুজো হয়ে থাকে বার্লিনে।

তার মধ্যে একটি বার্লিনের বাঙালি সংস্থার আয়োজিত দুর্গোৎসব এবং অন্যটি বার্লিন সর্বজনীন দুর্গোৎসব। দুটি দুর্গাপুজোকে ঘিরেই বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বার্লিনের বাঙালির শারদীয়া দুর্গা উৎসবের পুজো শুরু হচ্ছে ষষ্ঠী থেকেই। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রত্যেকদিন পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পুজো কমিটির তরফে।

প্রবাসে বেশিরভাগ পুজোয় শুধুমাত্র উইকএন্ডে পুজো করা হলে বার্লিনের শারদীয়া দুর্গা উৎসবের পুজো চলবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্তই। অন্যদিকে, বার্লিন সর্বজনীন দুর্গোৎসবের পুজোর উদ্বোধন হচ্ছে ষষ্ঠীর দিন। সেদিন থেকে মায়ের বোধনের পাশাপাশি চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সপ্তমীতে পুজো, সন্ধ্যা আরতি রয়েছে। মহাষ্টমীর দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে খাওয়াদাওয়ার ব্যবস্থা।

দশমীতে সমস্ত বাঙালিরা এক হবেন মণ্ডপে। সিঁদুর খেলার পাশাপাশি সেদিন আয়োজন করা হবে ফুড ফেস্টিভ্যালের। বার্লিনের দুর্গাপুজোর কমিটিগুলির তরফে আয়োজন করা হয়েছে একাধিক প্রতিযোগিতারও। সেখানকার প্রবাসী বাঙালিরা জানিয়েছেন, পুজোর কটাদিন ছুটি নিয়ে তাঁরা প্রত্যেকেই মাতবেন উৎসবে। সমস্ত আপডেট দেওয়া হবে সোশ্যাল মিডিয়াতেও।