পুজোর আগে ত্বকের ট্যান নিয়ে চিন্তায়? এই ঘরোয়া উপায়ে সাতদিনেই উধাও হবে কালচে দাগছোপ
আপনার ত্বকের যত্নে যে ভাটা পড়ছে সেটা কি খেয়াল করেছেন? শেষ মূহুর্তে এসে পার্লারে যাওয়ারই বা সময় কোথায়।তাই বলে ট্যানের ভয়ে অফিস , প্রয়োজনে বাড়ির বাইরে যাবেন না? আবার পুজোয় নিশ্চয়ই আপনি এরকম ভাবে বেরোবেন না। বরং পুজো আসার আগেই ত্বকের কালচে দাগ ও ট্যান ওঠানোর প্ল্যান করবেন। কিন্তু কীভাবে? পার্লারে ছোটার প্রয়োজন নেই। আপনি বাড়ি বসেই ট্যান তুলুন।রোজ স্নানের আগে নিজেকে পাঁচ মিনিট সময় দিন। মুখ, হাত ও পায়ের পাতা, পিঠের উন্মুক্ত অংশে প্রচুর ট্যান পড়ে।এই ফেসপ্যাক সেই জেদি ট্যান তুলতে পারে ম্যাজিকের মতো।
আজকাল ওয়েব ডেস্কঃ হাতে গোনা আর মাত্র কদিন। পুজোর কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গিয়েছে। পারিপার্শ্বিক টালমাটাল অবস্থায় প্রতিবারের তুলনায় এই বছরের পুজোর আমেজ বেশ কিছুটা হলেও ফিকে।তবে মা আসছেন।তাকে ঘিরেই তো সব আনন্দ। বাঙালি তাই কিছুটা হলেও শারদীয়ার উৎসব পালনে উদ্যোগী হয়েছে।
জামাকাপড় থেকে জুতো, কেনাকাটা প্রায় শেষের দিকে। সপ্তাহে এক দু'দিন ছুটি পেলেই নিজের ও কাছের মানুষদের জন্য পুজোর বাজার সেরে নিয়েছেন।ঘর পরিষ্কার থেকে শুরু করে বাড়ির ছোটখাটো জিনিস সব চকচকে করে তুলতে ব্যস্ততা তুঙ্গে। এসবের মাঝে আপনার ত্বকের যত্নে যে ভাটা পড়ছে সেটা কি খেয়াল করেছেন? শেষ মূহুর্তে এসে পার্লারে যাওয়ারই বা সময় কোথায়।তাই বলে ট্যানের ভয়ে অফিস , প্রয়োজনে বাড়ির বাইরে যাবেন না? আবার পুজোয় নিশ্চয়ই আপনি এরকম ভাবে বেরোবেন না। বরং পুজো আসার আগেই ত্বকের কালচে দাগ ও ট্যান ওঠানোর প্ল্যান করবেন। কিন্তু কীভাবে? পার্লারে ছোটার প্রয়োজন নেই। আপনি বাড়ি বসেই ট্যান তুলুন।রোজ স্নানের আগে নিজেকে পাঁচ মিনিট সময় দিন।
মুখ, হাত ও পায়ের পাতা, পিঠের উন্মুক্ত অংশে প্রচুর ট্যান পড়ে।এই ফেসপ্যাক সেই জেদি ট্যান তুলতে পারে ম্যাজিকের মতো।
একটি কাচের জারে দু'চামচ করে বেসন, মুলতানি মাটি, কমলালেবুর খোসাগুঁড়ো, চালেরগুঁড়ো, মুসুর ডালগুঁড়ো, নিমপাতা শুকিয়ে গুঁড়ো এবং কফি পাউডার নিতে হবে।এক চামচ হলুদগুঁড়োও নিন। খুব ভাল মতো মিশিয়ে নিন সম্পূর্ণ উপকরনগুলো।
এই ফেস প্যাকটি ব্যবহার করার সময় একটি পাত্রে দুই চামচ মিশ্রণটি নিয়ে পরিমাণ মতো দুধ ও এক চামচ অ্যালোভেরা জেল দিন। সমস্ত জিনিসগুলো ভাল মতো মিশিয়ে পেস্ট তৈরি করুন।প্রতিটি উপাদানের ত্বকের যত্নের ক্ষেত্রে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে।রোজ স্নানের আগে নিয়ম করে এই ফেসপ্যাক শরীরের সমস্ত জায়গায় যেখানে ট্যান পড়েছে, মাখুন। এইভাবে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে একটু জল দিয়ে ঘষে তুলুন।
এই ঘরোয়া ফেস প্যাকটি মেখে স্নান করলে আলাদা করে সাবান ব্যবহার করার প্রয়োজন পড়ে না। এই সাতদিন ভুল না করে নিয়ম করে মাখুন এই প্যাক।পুজোর আগেই আপনার সমস্ত ট্যান উধাও হবে, ত্বক হবে উজ্জ্বল ও মসৃন।