ষষ্ঠ বর্ষে পা দিল বার্লিন হিন্দু সোসাইটির পুজো, এবারেও থাকছে একাধিক অভিনবত্ব

দুর্গাপুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেজে উঠেছে জার্মানির রাজধানী বার্লিন। বার্লিনের বেঙ্গলিস, বার্লিন সর্বজনীন দুর্গোৎসবের পাশাপাশি এবারে নতুন চমক আনছে বার্লিন হিন্দু সোসাইটির দুর্গাপুজো।

Berlin Hindu Society's puja entered its sixth year

আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেজে উঠেছে জার্মানির রাজধানী বার্লিন। বার্লিনের বেঙ্গলিস, বার্লিন সর্বজনীন দুর্গোৎসবের পাশাপাশি এবারে নতুন চমক আনছে বার্লিন হিন্দু সোসাইটির দুর্গাপুজো। মূলত প্রবাসী বাঙালিরা মিলেই বিভিন্ন অ্যাসোসিয়েশন তৈরি করে দুর্গাপুজো করে থাকেন। হাতে আর বেশিদিন সময় নেই। ফলে, তাঁরা শেষ মূহুর্তের প্রস্তুতি সারছেন জোরকদমে।

২০১৯ সাল থেকে দুর্গাপুজো শুরু করে বার্লিন হিন্দু সোসাইটি। এবার তা পা দিল ষষ্ঠ বর্ষে। মহাষষ্ঠী থেকে শুরু হয়ে মহাদশমী পর্যন্ত জমজমাট অনুষ্ঠান, খাওয়াদাওয়া চলবে এই দুর্গাপুজোয়। সঙ্গে রয়েছে একাধিক প্রতিযোগিতাও। প্রবাসী বাঙালিরা পুজোর কটাদিন এখানেই গড়ে তুলেন মিনি কলকাতা। বার্লিন হিন্দু সোসাইটির পুজো এবার শুরু হচ্ছে আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠী থেকে। দেবী দুর্গার বোধনের সঙ্গে সঙ্গে সেদিন আয়োজন করা হয়েছে ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের।

মহাসপ্তমীতেও পুজোর নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ষষ্ঠী থেকে দশমী প্রত্যেকদিনই আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। মহাষ্টমীতেও নিয়ম মেনে সকালের পুজো, আরতি, সন্ধিপুজো, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আয়োজন করা হয়েছে ভোগেরও। সংস্থার তরফে জানানো হয়েছে, দশমীর দিন মা দুর্গাকে বিসর্জন দেওয়া হবে।

তবে তার পাশাপাশি দশমীতে আয়োজন করা হয়েছে সিঁদুর খেলা, ধুনুচি নাচের। বার্লিনের প্রবাসী বাঙালিদের সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারাও মেতে ওঠেন দুর্গাপুজোয়। বার্লিন হিন্দু সোসাইটির তরফে সোশ্যাল মিডিয়ায় পেজ খোলা হয়েছে। সেখানেই পুজো সম্পর্কে যাবতীয় আপডেট দিচ্ছেন উদ্যোক্তারা। তাঁরা আশাবাদী, বার্লিন জুড়ে আপামর প্রবাসী বাঙালিরা যোগ দেবেন তাঁদের দুর্গোৎসবে।