পুজোয় মাতোয়ারা মিউনিখ, সম্প্রীতির একগুচ্ছ পরিকল্পনা
Durga Puja: ২০২৪ সালেও পুজো নিয়ে একগুচ্ছ পরিকল্পনা রয়েছে সম্প্রীতির। গত কয়েক বছর ধরেই পুজোর মুখে সমগ্র পুজোর পরিকল্পনা প্রকাশ করে ‘শারদ সম্প্রীতি’।
আজকাল ওয়েবডেস্ক: কয়েকবছর আগের কথা। পুজোয় বাড়ি ফেরা সম্ভব হয় না যাঁদের তা৬দের কয়েকজন মিলেই পুজ শুরু করেন সুদূর মিউনিখে। সম্প্রীতির পুজোর সেই শুরু। সালটা ২০১৪। প্রায় এক দশক ধরে দিনে দিনে বেড়েছে পুজোর আয়োজন। এখন ৬ জনের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন’শতে।
২০২৪ সালেও পুজো নিয়ে একগুচ্ছ পরিকল্পনা রয়েছে সম্প্রীতির। গত কয়েক বছর ধরেই পুজোর মুখে সমগ্র পুজোর পরিকল্পনা প্রকাশ করে ‘শারদ সম্প্রীতি’।
৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে উৎসব উদযাপন। ৯ তারিখেই সাজসজ্জা সম্পন্ন করে, বোধন হবে প্রতিমার। চারদিন পুজোর সঙ্গেই থাকছে একগুচ্ছ অনুষ্ঠান ভাবনা। ওই কয়েকদিন সকলে একসঙ্গে আড্ডায় মাতবেন, কেউ কেউ মনে করবেন কলকাতার কথা, কেউ নস্টালজিক হয়ে পড়বেন। ঘরে ফিরতে না পারার যে মনখারাপ, সকলে কয়েকদিন একজোত হয়ে ভুলে থাকবেন তা। মণ্ডপে বসে পরিকল্পনা করে ফেলবেন আগামী বছরের পুজোর পরিকল্পনা।