পাঁচ বাঙালি পরিবার মিলে শুরু করেছিল পুজো, জানুন প্রবাসের এই দুর্গাপুজোর কাহিনি
Durga Puja: কোনওদিন পাতে পড়বে জিরা রাইস, আলু-ফুলকপি, কোনওদিন মেনুতে খিচুড়ি, পায়েস।
তমালিকা বসু, লন্ডন: সালটা ২০১৮। পাঁচ বাঙালি পরিবার মিলে উদ্যোগ নিয়েছিল। বাড়ি থেকে দূরে থাকা, পুজোয় ঘরে ফিরতে না পারা, সব মিলিয়ে উদ্যোগ পুজো শুরুর। দিনে দিনে বেড়েছে পুজোর আকার। এখন অন্তত ৩ হাজার দর্শক আসেন পুজো দেখতে।
কথা হচ্ছে নটিংহ্যাম বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গা পুজোর। প্রতি বছর পুজোর কয়েকদিন রীতিনীতির পাশাপাশি আয়োজন করা হয় একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠানের। তাতে সামিল হয় শিশুরাও। থাকে আঁকা, নাটকের প্রতিযোগিতাও।
তবে এবছর সাংস্কৃতিক অনুষ্ঠান সরিয়ে রেখে পুজোর রীতিনীতি, আচার পালন এবং প্রার্থনায় সময় দেবেন বলেই জানা গিয়েছেন পুজো উদ্যোক্তাদের কথায়। শুধু পুজোর নিয়মকানুন নয়। এই কয়েকদিন একসঙ্গে মিলে সকলে খাওয়া দাওয়াও করেন জমিয়ে। যেমন কোনওদিন পাতে পড়বে জিরা রাইস, আলু-ফুলকপি, কোনওদিন মেনুতে খিচুড়ি-পায়েস।