অমৃতসরের স্বর্ণ মন্দির দেখতে ভিড় মুর্শিদাবাদের এই পুজোতে
কান্দি শহরের এই বিখ্যাত দুর্গাপুজো কমিটির ভাবনায় প্রতিবছরই থাকে অভিনবত্বের ছোঁয়া। পুজো কমিটির উদ্যোক্তারা মন্ডপ হিসেবে কখনও নাটোরের রাজবাড়ী , কখনও বেলুড়ের মন্দির তৈরি করে চমক দিয়েছেন জেলাবাসীকে। আর এবছর তারা তৈরি করেছেন পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির।
আজকাল ওয়েবডেস্ক : ৩৯ তম বর্ষের দুর্গাপুজোতে এবছর মুর্শিদাবাদের কান্দি শহরে ইন্দ্রাজি স্পোর্টিং ক্লাবের ময়দানে উঠে এসেছে অমৃতসরের এক টুকরো স্বর্ণ মন্দিরের ছবি । প্যান্ডেল এবং প্রতিমা উদ্বোধনের পর থেকেই জেলার বিভিন্ন প্রান্তের অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন অপূর্ব কারুকার্য শোভিত স্বর্ণমন্দির দেখার জন্য। উদ্যোক্তাদের আশা পুজোর দিন যত গড়াবে প্রতিমা দেখতে দর্শনার্থীদের ভিড় তত বাড়বে।
কান্দি শহরের এই বিখ্যাত দুর্গাপুজো কমিটির ভাবনায় প্রতিবছরই থাকে অভিনবত্বের ছোঁয়া। পুজো কমিটির উদ্যোক্তারা মন্ডপ হিসেবে কখনও নাটোরের রাজবাড়ী , কখনও বেলুড়ের মন্দির তৈরি করে চমক দিয়েছেন জেলাবাসীকে। আর এবছর তারা তৈরি করেছেন পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির।
পুজো কমিটির সম্পাদক গৌরব চ্যাটার্জী বলেন," আমাদের পুজো মণ্ডপের ভাবনায় বরাবরই ভারতের বহুত্ববাদ এবং সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা তুলে ধরার চেষ্টা করা হয়। এবছর শিখ সম্প্রদায়কে সম্মান জানিয়ে পুজোর মন্ডপ হিসেবে আমরা অমৃতসরের স্বর্ণমন্দির নির্মাণ করেছি। "
তিনি জানান," মন্ডপ সজ্জার সাথে সাজুজ্য রেখে প্যান্ডেলের আশেপাশের এলাকা আলোর মালাতে সাজিয়ে তোলা হয়েছে। এখানে প্রতিমা সাবেকি ধাঁচের। "
গৌরববাবু জানান," আমাদের পুজো প্যান্ডেলের সামনে বড় মাঠ রয়েছে। সেখানে প্রত্যেক বছর মেলা বসে। আমরা আশাবাদী প্রকৃতি যদি এবার বিরূপ না হয় তাহলে ইন্দ্রাজি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজোর ঠাকুর ,প্যান্ডেল এবং মেলা দেখার জন্য এই এলাকায় মানুষের ঢল নামবে।"