সান ফ্রান্সিসকোয় আড্ডা বসবে ম্যাডক্সের ধাঁচে, পুজোর আয়োজনে আগমনী

San Francisco: এই পুজোতেও যাঁরা ঘরে ফিরতে পারলেন না, তাঁরা? তাঁরাও নিজেদের মতো করে পুজো পালন করছেন প্রবাসে। যেমন সান ফ্রান্সিসকো বে এরিয়া ট্রাইভ্যালির ‘আগমনী’। এই নিয়ে আট বছর ধরে প্রবাসে পালন করছে দুর্গা পুজো।

San Francisco Durga Puja 2024

আজকাল ওয়েবডেস্ক: চতুর্থীর সকাল। মণ্ডপে ভিড় বাড়ছে মহালয়া থেকেই। বেলা বাড়তেই রাস্তায় ঢল নামছে। কিন্তু এই পুজোতেও যাঁরা ঘরে ফিরতে পারলেন না, তাঁরা? তাঁরাও নিজেদের মতো করে পুজো পালন করছেন প্রবাসে। যেমন সান ফ্রান্সিসকো বে এরিয়া ট্রাইভ্যালির ‘আগমনী’। এই নিয়ে আট বছর ধরে প্রবাসে পালন করছে দুর্গা পুজো।

২০১৭-তে এই উদ্যোগ নেওয়া হয়। মনে মুদিয়ালী, কালীঘাট ম্যাডক্সের স্মৃতি-নস্টালজিয়া নিয়ে অপেক্ষা নয়, প্রবাসে নিজেদের মতো করে পুজোর আয়োজন। দিনে দিনে বেড়েছে মানুষের সংখ্যা। এবার ভাবনা আরও বড়। স্যান রামন বিশপ র‍্যাঞ্চ-এ এবারের পুজোর আয়োজন। 

 পুজোতে একেবারে কলকাতার পাড়ার পুজোর আমেজ ধরে রাখেন উদ্যোক্তারাI তাঁরা জানাচ্ছেন, ‘খুব সুষ্ঠ ভাবে আমরা পুজো করি, মা কে নিয়ে পুজোর সময় টা ধুনুচি নাচ, আরতি, সিঁদুর খেলা, সবমিলিয়ে আমাদের ভীষণ ভালো কাটে I আর সঙ্গে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান I স্থানীয় সদস্যদের নিয়ে মাসের পর মাস প্র্যাকটিস করেন সেসব।‘  আগমনীর ছোটদের এবারের পুজোর নিবেদন হ্যামলিনের বাঁশিওয়ালা। পাশেই থাকে আড্ডা দেওয়ার জায়গা। যেন সেখানেই একটুকরো ম্যাডক্স। এবারের পুজোয় বিশেষ ভাবনা ‘লেগোল্যান্ড’