তাইওয়ান যেন মিনি কলকাতা, চারটি দুর্গাপুজোয় সাজছে শহর
Durga Puja, Durga Puja in foreign, Kolkata Durga Puja,
আজকাল ওয়েবডেস্ক: হাতে মাত্র কয়েকটা দিন। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বিশ্বজুড়ে যেখানে যেখানে বাঙালিরা আছেন বছরের এই সময়টায় তাঁরা চেষ্টা করেন ঘরে ফিরে আসার। একান্তই যাঁরা ফিরতে পারেন না সেটা বিশ্বের যেই কোণাতেই হোক না কেন পুজোর কটাদিন সেই জায়গাটাকেই তাঁরা নিজের মত করে সাজিয়ে নেন। তখন সেটাই তাঁদের কাছে হয়ে ওঠে কলকাতা।
সেরকমই তাইওয়ানে জমজমাট করে পালিত হয় দুর্গাপুজো। সেখানকার প্রবাসী বাঙালি থেকে শুরু করে যাঁরা পড়ুয়া তাঁরাও দুর্গাপুজোর আয়োজনে থাকেন। প্রধানত স্থানীয় বাঙালিদের বিভিন্ন অ্যাসোসিয়েশন এই দুর্গাপুজো করে থাকে। এই বছর তাইওয়ানে মোট চারটি পুজো হবে। তার মধ্যে তাইওয়ানের রাজধানী তাইপেইতে দুটি, সিঞ্চুতে একটি এবং তাওইয়ানে একটি পুজো হয়। তাইপেইয়ের দুটি দুর্গাপুজোর মধ্যে একটির আয়োজক তাইওয়ান বেঙ্গলি অ্যাসোসিয়েশন এবং অপরটি আয়োজন করছে বেঙ্গলি ইন তাইওয়ান।
তাইওয়ান বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো এবার ষোড়শতম বর্ষে পদার্পণ করল। তাইওয়ানের প্রবাসী বাঙালীর কাছে অত্যন্ত আনন্দের এবং গৌরবের। এমনটাই জানাচ্ছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। প্রত্যেক বছরের মত এবারও পুজোর কয়েকটা দিন চলবে জমিয়ে খাওয়াদাওয়া। খাদ্য রসিক বাঙালির ভুরিভোজের সঙ্গে সঙ্গে চলবে চিরাচরিত আড্ডা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
তাইওয়ান বেঙ্গলি অ্যাসোসিয়েশনে এক চালা পূর্ণাঙ্গ প্রতিমার পুজো হয়। তবে পুজো হয় মোট দুদিন ধরে। মহাসপ্তমীর পুণ্য তিথিতে মায়ের আরাধনা আর দ্বিতীয়দিন বিজয়া দশমী উপলক্ষে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মিলনী। বিজয়ার দিন থাকছে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা, মায়ের বরণ ও সিঁদুর খেলা। পুজোর আগে মহালয়ার দিন আনন্দমেলা নামক এক অনুষ্ঠানের আয়োজন করেন সেখানকার প্রবাসী বাঙালিরা।