নারী বেশে ঠাকুর বরণ করছেন পুরুষেরা, এমনটাই রীতি তেঁতুলতলা বারোয়ারির
সাধারণত পুজোতে ঠাকুর বরণ করে থাকেন মহিলারাই। এই দৃশ্যের সঙ্গে সকলেই বেশ পরিচিত। তবে মহিলাদের বসনে পুরুষেরা ঠাকুর বরণ করছেন, এই ছবি বিরল।
মিল্টন সেন,হুগলি: সাধারণত পুজোতে ঠাকুর বরণ করে থাকেন মহিলারাই। এই দৃশ্যের সঙ্গে সকলেই বেশ পরিচিত। তবে মহিলাদের বসনে পুরুষেরা ঠাকুর বরণ করছেন, এই ছবি বিরল। সোমবার জগদ্ধাত্রী পুজোর দশমীর সকালে সেই দৃশ্যই নজরে পড়ল ভদ্রেশ্বরের তেঁতুলতলা বারোয়ারিতে। লাল পারের সাদা শাড়ি পড়ে, মাথায় ঘোমটা দিয়ে পুরোদস্তুর নারী বসনে দেবী বরণ করলেন স্থানীয় পুরুষেরা। বিচিত্র এই প্রথা গত ২৩২ বছর ধরে একইভাবে চলছে।
ভদ্রেশ্বরের তেঁতুলতলা বারোয়ারিতে প্রতিমা বরণের শতাব্দী প্রাচীন এই প্রথা আজও অক্ষুণ্ন। আর এদিন সেই দৃশ্য দেখতে সেখানে হাজির হয়েছিলেন কয়েকশো মানুষ। বিরল এই প্রথার উদ্ভাবন প্রসঙ্গে খোঁজ করলে জানা যায়, এই পুজো আগে বারোয়ারি পুজো ছিল না। প্রাচীনকালে এই বারোয়ারি ভদ্রেশ্বরের সুর পরিবারের পুজো হিসেবেই পরিচিত ছিল। সুর পরিবারের প্রধান দাতারাম সুরের উদ্যোগে এই পুজোর সূচনা হয়। পরবর্তী সময়ে তাঁর পরের প্রজন্ম আর এই পুজো চালিয়ে যাওয়ার আগ্রহ দেখায়নি। ফলে প্রাচীন এই পুজো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। বাসিন্দাদের উদ্যোগে তখন থেকেই এই পুজো বারোয়ারি পুজোর রূপ নেয়। তবে বারোয়ারি হলেও প্রাচীন সুর পরিবারের নিয়ম রীতিতে কোনও পরিবর্তন করা হয়নি। প্রথা অনুযায়ী দশমীর দিন সকালে সুর পরিবারের মহিলারাই দেবী বরণ করতেন। পুজো বারোয়ারি হয়ে যাওয়ার পর সেটা সম্ভব ছিল না। কারণ তখনকার সময় বাড়ির বাইরে বেরিয়ে পরিবারের মহিলাদের প্রতিমা বরণ করার চল ছিল না। তাই পুরাতন সেই প্রথা বজায় রাখা নিয়ে দেখা দিয়েছিল সমস্যা।
প্রশ্ন দেখা দিল প্রতিমা বরণের প্রাচীন সেই প্রথা কি তাহলে বন্ধ করে দেওয়া হবে? প্রাচীন রীতি অক্ষুণ্ন রাখতে তখন এগিয়ে আসেন স্থানীয় পুরুষরা। তাঁরা তখন মহিলাদের মতো শাড়ি পড়ে মাথায় ঘোমটা দিয়ে নারীর সাজে দেবী জগদ্ধাত্রীকে বরণ করেন। তারপর থেকে ভদ্রেশ্বরের তেঁতুলতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটিতে সেই প্রথাই অক্ষুণ্ন রয়েছে। প্রত্যেক বছর দশমীর সকালে ঢাকের তালে এলাকার পুরুষেরা মহিলা বেশে শাড়ি পড়ে মাথায় ঘোমটা দিয়ে দেবীকে বরণ করেন। আর সেই বিরল দৃশ্য দেখার জন্য শুধু চন্দননগর বা জেলা নয়, অন্যান্য জেলা থেকেও প্রচুর মানুষের সমাগম হয় শতাব্দী প্রাচীন এই বারোয়ারিতলায়।