মুখ্যমন্ত্রীর হাত ধরে উৎসবে ভাসল আলোর শহর
Jagadhatri Puja: চন্দননগর এবং মানকুণ্ডুর ১০টি জগদ্ধাত্রী পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মিল্টন সেন,হুগলি: কলকাতা থেকে চন্দননগরের জগদ্ধাত্রী উৎসবের ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে উদ্বোধনের মধ্যে দিয়ে আলোর উৎসবের আনন্দে মাতোয়ারা আলোর শহর চন্দননগর।
বুধবার জগদ্ধাত্রী পুজোর পঞ্চমীর দিন কলকাতার পোস্তা থেকে চন্দননগর এবং মানকুণ্ডুর ১০টি জগদ্ধাত্রী পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উদ্বোধন করেন চন্দননগরের উর্দিবাজার সর্বজনীন, হাটখোলা দৈবক পাড়া সর্বজনীন, কুন্ডুঘাট দালান সর্বজনীন, ব্রাহ্মণপাড়া সার্বজনীন, গোন্দলপাড়া সার্বজনীন, গোলদীঘির ধার সর্বজনীন, বেশোহাটা সর্বজনীন এবং মানকুন্ডু রেল স্টেশন রোড সংলগ্ন নতুনপাড়া সর্বজনীন, নিয়োগী বাগান নব বালক সংঘ ও ভদ্রেশ্বর এলাকার নেহেরু বিদ্যাপীঠ সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির।
এদিন মানকুণ্ডু নিয়োগীবাগান নব বালক সংঘের সর্বজনীন পুজো প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর মহকুমা শাসক বিষ্ণু দাস, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা প্রমুখ।
এদিন আলোর শহর চন্দননগরের উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন চন্দননগরের বহু সাধারণ মানুষ। আর খোদ রাজ্যের মুখ্য মন্ত্রীর হাতে উৎসবের উদ্বোধন হওয়ায় খুশি পুজো উদ্যোক্তারা।
ছবি পার্থ রাহা।