পুজোয় লন্ডনে চোখ ধাঁধানো অনুষ্ঠান, নৃত্য পরিবেশনা ডোনা গঙ্গোপাধ্যায়ের

Durga Puja 2024 দীক্ষা মঞ্জরির দুর্গতিনাশিনী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ মঞ্চস্থ হবে বিদেশের মাটিতে। দক্ষিণায়ন ইউকের সঙ্গে দীক্ষা মঞ্জরির যৌথ পরিবেশনা, হিন্দু সোসাইটি ইউকে এবং ক্যামডেন পুজোর নিবেদনে এই অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে।

Dona Ganguly is performing Dance Programme in London durga puja 2024

আজকাল ওয়েব ডেস্ক: জোর কদমে চলছে লন্ডনে শারদোৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দীক্ষা মঞ্জরির দুর্গতিনাশিনী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ মঞ্চস্থ হবে বিদেশের মাটিতে। দক্ষিণায়ন ইউকের সঙ্গে দীক্ষা মঞ্জরির যৌথ পরিবেশনা,  হিন্দু সোসাইটি ইউকে এবং ক্যামডেন পুজোর নিবেদনে এই অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ৮ অক্টোবর, লন্ডনের রবিদাস কমিউনিটি সেন্টারে, সন্ধে সাড়ে ৬টা থেকে অনুষ্ঠিত হয়েছে ডোনা গাঙ্গুলীর নৃত্য পরিচালনায় মহালয়ার পূণ্য তিথির উপর আধারিত দুর্গা বন্দনা। এরপর ৯ অক্টোবর সুইস কটেজ লাইব্রেরী হলে রাত ৮টা থেকে হয়েছে মহিষাসুরমর্দিনী। নৃত্য পরিচালনায় ছিলেন ডোনা গাঙ্গুলী, সঙ্গীত পরিচালনায় ডা: আনন্দ গুপ্ত। অনুষ্ঠানের উদ্যোগে  ক্যামডেন পুজো। আজ ১০ অক্টোবর, সুইস কটেজ লাইব্রেরী হলে রাত ৮টা থেকে অনুষ্ঠিত হবে রবীন্দ্রনাথের তাসের দেশ। সেখানেও নৃত্য পরিচালনার দায়িত্বে থাকবেন ডোনা গাঙ্গুলী, সঙ্গীত পরিচালনায় ডা: আনন্দ গুপ্ত। আজকের অনুষ্ঠানটির উদ্যোগে রয়েছে দক্ষিণায়ন ইউকে এবং দীক্ষা মঞ্জরী।

ডোনা গাঙ্গুলী জানিয়েছেন, " মহিষাসুরমর্দিনী যেমন অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের প্রতীক, তেমনই তাসের দেশেও কিন্তু আছে কিছু বাঁধাধরা নিয়ম ভাঙার কথা। সুস্থ সমাজের ক্ষেত্রে যা কাম্য নয়, এমন কিছু নিয়ম ভাঙার কথা।” তাঁর আরও সংযোজন, “দুটো প্রযোজনাই একটা ইতিবাচক বার্তা দেয়। সমাজের কল্যাণে, সুস্থ মানসিকতা গড়ার লক্ষ্যে এই ইতিবাচক ভাবনার প্রচার ও প্রসার ভীষণ প্রয়োজনীয়। আমরা শিল্পীরা তাই আমাদের কাজের মধ্যে দিয়ে এই উদ্যোগ নিয়ে চলেছি।"