ভিক্টোরিয়া হল-এ দেবীপক্ষের আগমনী বার্তায় জমজমাট অনুষ্ঠান, উঠে এল প্রবাসের পুজোর আনন্দ, ঘরের পুজোর নস্টালজিয়া

তমালিকা বসু, লন্ডন: পুজো আসছে, পুজো আসছে করে এসেই গেল। দেশে এখন শুনছি কেবল বর্ষা, বাদল। থেকে থেকে এবেলায়, ওবেলায় বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। তার মাঝেই চলছে পুজোর প্রস্তুতি। এক একদিন শুনি বন্ধুরা মিলে গড়িয়াহাট যাচ্ছে, কেউ যাচ্ছে কুমোরটুলিতে। আমি শহর থেকে বহু দূরে। তাই বলে কি পুজো থেকে দূরে। আমি এবং আমার মতো অনেকেই, যাঁরা পুজো থেকেও বহু দূরে, তাঁরা এই সুদূর প্রবাসেও ঠিক পুজোর আয়োজন করে ফেলেছে প্রতি বছরের মতোই।
এবারে দেবীপক্ষের আগমনী বার্তায় লন্ডনের হেরো অঞ্চলের ভিক্টোরিয়া হল-এ শনিবার আয়োজিত হল জমজমাট অনুষ্ঠানের। ছোটদের নাটক থেকে নাচ গান, আগমনীর গান, ফেলে আসা পুজোর দিন, ছোট বেলার পুজোর স্মৃতিচারণা, সব মিলিয়ে এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল। উপস্থিত ছিলেন দু' শতাধিক বেশি বাঙালি। কচিকাঁচাদের অনেকেই দুর্গা ঠাকুর, অসুর সেজে হাজির হয়েছিল। কেউ কেউ ওই সাজেই নাচ পরিবেশন করল চমৎকার। দেদার আড্ডার সঙ্গেই আয়োজন হয়েছিল বিপুল খাওয়াদাওয়ার।
একইসঙ্গে উল্লেখ্য, কলকাতায় বসে পুজোর ঠিক আগে আগেই বন্ধুরা মিলে হইহই করে ঠিক করে নিতাম, কবে, কোন দিকের প্যান্ডেল দেখা হবে। সপ্তমীতে উত্তর? অষ্টমীতে দক্ষিণ? কথাকাটাকাটি, শেষে একমত হয়ে টইটই করে ঠাকুর দেখা, বাঙালির বিদেশেও তার অন্যথা নেই একেবারেই। পুজোর কয়েকদিন কীভাবে কাটবে? কে কটা শাড়ি কিনলেন? কবে কোনদিকের ঠাকুর দেখবেন তা নিয়েও আলোচনা হল বিস্তর।
কলকাতায় যেমন বিভিন্ন পুজোর সূচনা হয়ে গিয়েছে, হেরোয় বাঙালিদের আগমনী অনুষ্ঠানে নানা পুজো উদ্যোক্তারাও ওই অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন পুজোতে হাজির হওয়ার জন্য।
প্রবাসের পুজো প্রসঙ্গে বলতেই হয়, নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে দু’দিন ধরে পালিত হবে দুর্গোৎসব। রবিবার, ১০ আগস্ট, ২০২৫, কুইন্সের জ্যাকসন হাইটসে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এই উদ্যোগের কথা। জানা গিয়েছে বাঙালি নিজেদের ছোটবেলাকেই সাজিয়ে রাখবেন বিদেশের পুজোতে।
কেমন বিষয়টা? তথ্য, টাইমস স্কোয়ারের পুজোতে থাকবে কলকাতার ম্যাডক্স স্কোয়ারের এবং ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের পূজার পরিবেশের ধাঁচ। টাইমস স্কোয়ারের ফাদার ডাফি স্কোয়ারে, লাল সিঁড়ির পাশেই হবে সমগ্র আয়োজন। পুজোর আয়োজনে রয়েছে টাইমস স্কোয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশন। ১ এবং ২ অক্টোবর, নবরাত্রির সময়েই হবে দুর্গা পুজো।
কেমন হবে সেই পুজো মণ্ডপ? তাতেও অবশ্যই কলকাতার ছোঁয়া। জানা গিয়েছে, কলকাতার বিশিষ্ট শিল্পীদের দ্বারা সজ্জিত থিম পৌঁছে যাবে সেখানে। ধীরে ধীরে সেজে উঠবে পুজো মণ্ডপ হিসেবে। আর প্রতিমা? তাও পাড়ি দেবে কলকাতা থেকেই। গায়ে থাকবে কুমোরটুলির মাটি। কুমারটুলি শিল্পী প্রদীপ রুদ্র পাল দুর্গার একটি বিশেষ প্রতিমা তৈরি করবেন। সেই প্রতিমার আরাধনা হবে সেখানে। উৎসবে প্রতিদিন আরতি, পূজা এবং ঢাকা ও কলকাতার শিল্পীদের লাইভ পরিবেশনা থাকবে। আকর্ষণের কেন্দ্র বিন্দুতে থাকবে সিঁদুর খেলা, ধুনুচি নাচ।
সংগঠনের মুখপাত্র বিশ্বজিৎ সাহা সংবাদ মাধ্যমে পুজো-প্রসঙ্গে জানিয়েছেন, ‘টাইমস স্কোয়ার উৎসবের লক্ষ্য হিন্দু সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে মানুষকে অবহিত করা এবং সকল সংস্কৃতির মানুষকে একত্রিত করা। যে কেউ এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন। পুজো প্রাঙ্গন সকলের জন্যই মুক্ত।’ পুজো সংক্রান্ত আরও নানা তথ্য মিলবে timessquaredurgautsav.org-তে।