টেমসের তীরে কুমারী পুজো, কলকাতার ফুচকা-বিরিয়ানি, ক্যামডেনের পুজো মন কেড়েছে লন্ডনের

Durga Puja 2025 Know  about Durga Puja in London
তমালিকা বসু, লন্ডন: সালটা ছিল ১৯৬৩। সেই সময় লন্ডনে হাতে গোনা কয়েকজন বাঙালি ছিলেন। নিজেদের কাজে বছরভর হাজারো ব্যস্ততা থাকলেও, শরৎ এলেই অদ্ভুত মনকেমন। এক বছরে তাঁদের সদিচ্ছায় শুরু হয় মায়ের আরাধনা। সময় পেরিয়েছে বহু। সাত সমুদ্র, তেরো নদীতে জল বয়েছে বহু। দিন যত গড়িয়েছে, টেমসের ধারে সেই পুজো মন কেড়েছে লন্ডনের। ২০২৫-এ লন্ডনের সবচেয়ে দর্শনীয় পুজো হয়ে উঠেছে  ওই পুজোই।
 
কলকাতা-সহ জেলায় জেলায় যখন তিরতির করে কাঁপে কাশফুল, বিদেশে তখন রৌদ্রজ্জ্বল আকাশে পেঁজা তুলোর মতন মেঘ, হালকা ঠাণ্ডার অনুভূতি জানান দেয় মা এসেছে । মায়ের ঘরে আসার অনুভূতি নিয়ে এবারের থিম লন্ডনের পুজোর   "মা"। কলকাতা থেকে কয়েক'শ মাইল দূরে দাঁড়িয়েও মায়ের আবাহনে এতটুকু খামতি নেই লন্ডন ক্যামডেন দূর্গা পূজার ( সুইস কটেজ লাইব্রেরি) ।
 
লন্ডনের সবচেয়ে পুরোনো পুজোর ঐতিহ্য বহন করে চলছে ক্যামডেন । সেখানকারপরিচিত মুখ ডক্টর আনন্দ গুপ্তের তত্ত্বাবধানে এই পুজো আজও এক ঐতিহ্য বহন করে চলেছে, তার সঙ্গেই অন্য মাত্রা পেয়েছে শিল্পপতি লক্ষ্মী মিত্তালের পৃষ্ঠপোষকতা । পুজো প্রসঙ্গে বলা যায়, হঠাৎ করে সুইস কটেজ লাইব্রেরির অন্দরে আপনি পা দিলে চমকে উঠবেন, মনে হবে লন্ডন নয় আপনি হয়তো ভুল করে টাইম মেশিনে কলকাতায় চলে এসেছেন । আপনার ভুল ভাঙতে ভাঙতে  দেখবেন আপনার হাতে চলে এসেছে কলকাতার ফুচকা, কলকাতার সুস্বাদু বিরিয়ানি । গড়িয়া হাটের শাড়ির মেলাও। কী নেই সেই জায়গায় । ভুল যখন আপনার ভাঙবে তখন আপনি চিন্ময়ী মায়ের সামনে । আর আসে পাশে থাকা বাঙালিরা আপনাকে ঘিরে দাঁড়িয়ে। 
 
একটা পারিবারিক আবহ সৃষ্টি হয় এই পুজকে কেন্দ্র করে প্রতি বছর। ষষ্ঠীতে মায়ের বোধন থেকে সমস্ত নিয়ম আচার মেনেই দশমীতে মায়ের বিসর্জন সবটাই এই পুজো পালিত হয় নিয়ম মেনে, নিষ্ঠার সঙ্গে । পুজোয় সবচেয়ে বড় আকর্ষণ কুমারী পুজো। ওই যে বললাম না, আপনার ভুল ভাঙবে অনেক পরে । টেমসের তীরে কুমারী পুজো দেখতে  সুইস কটেজ লাইব্রেরিতে উপচে ওঠে ভিড় । দশমীর সিঁদুর খেলার আকর্ষণ কোনও ভাবেই মিস করে না এখানকার বাঙালিরা ।।