লন্ডনের আড্ডার পুজো স্লাউতে, বাংলার চায়ের দোকানের থিমে বিদেশে 'পাড়ার ঠেক'

Durga Puja 2025 Durga Puja in London
সুমনা আদক: দুর্গাপুজো এ বছর পা দিল সপ্তম বর্ষে। হাজার মাইল দূরে থেকেও প্রবাসী বাঙালির কাছে এই পূজো শুধু ধর্মীয় আচার নয়, বরং এক বিশাল সাংস্কৃতিক মিলনমেলা। কলকাতার ভিড় কিংবা কাশবনের হাওয়া না থাকলেও, ঢাকের তালে, মণ্ডপের আলোয় আর পরিচিত মুখের হাসিতে এখানে ভেসে ওঠে ঘরে ফেরার আনন্দ। স্লাউ, হ্যারো, ক্রয়ডন, ইস্ট লন্ডন সব প্রান্তের মানুষ এসে মিলে যায় এক আবেগে, এক উৎসবে।
 
এবারের আড্ডার পুজোর বিশেষ আকর্ষণ তার থিম। বাংলার চায়ের দোকান। কাঠের বেঞ্চ, কাগজের কাপ, ভাপ ওঠা চা আর অচেনা-চেনা মুখের আড্ডায় যেন ফিরে আসে পাড়ার মোড়ের সেই সাদামাটা ঠেক। সকাল থেকে রাত অবধি চায়ের ধোঁয়ার ফাঁকে গড়ে ওঠে নতুন বন্ধন, ভাঙাগড়া সম্পর্ক, কবিতা কিংবা গান। উদ্যোক্তাদের কথায়, চা শুধুই পানীয় নয়, এটি সম্পর্কের বাঁধন, চিন্তার আদানপ্রদান আর আনন্দের উৎস। প্রবাসেও সেই স্মৃতি জীবন্ত রাখতে আড্ডার পূজোয় তৈরি হচ্ছে এক টুকরো সাবেকি বাংলা।

 
শুধু আড্ডা নয়, মণ্ডপও সাজছে ভিন্ন রঙে। কর্ণাটকের আদলে রঙ্গোলির আলপনা, রঙিন আবিরে আঁকা নকশা, আলো-ছায়ার খেলা সব মিলিয়ে এক অভিনব সাংস্কৃতিক সেতুবন্ধন। এ যেন বাঙালি উৎসবের সঙ্গে ভারতের অন্য প্রান্তের শিল্পকেও এক মঞ্চে আনার প্রয়াস।
 
২৫ থেকে ২৮ সেপ্টেম্বর স্লাউ ক্রিকেট ক্লাবের প্রাঙ্গণ ভরে উঠবে এই আবেগে। থাকবে অঞ্জলি, ধুনুচি নাচ, শিশুদের আঁকিবুঁকি প্রতিযোগিতা, বড়দের সাংস্কৃতিক সন্ধ্যা সব মিলিয়ে চার দিন লন্ডন হয়ে উঠবে এক টুকরো কলকাতা। আর বিজয়ার রাতে চমক হিসেবে মঞ্চে থাকবেন জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। তাঁর কণ্ঠে প্রেম আর আবেগের সুরে ভাসবে লন্ডনের আকাশ।
 
আড্ডার পুজোর মূল লক্ষ্য শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং প্রবাসীদের জন্য এক মেলবন্ধনের উৎসব তৈরি করা। যেখানে বাঙালি তার স্মৃতি আঁকড়ে বাঁচে, আবার ভিনদেশি সংস্কৃতির সঙ্গেও গড়ে তোলে নতুন বন্ধন। সারা বছর কাজের ব্যস্ততায় যাদের দেখা হয় না, পূজোর দিনে চায়ের কাপে ধোঁয়া আর গল্পের আসরে তারা আবার মিলিত হয়।
 
সাত বছরে আড্ডার পূজো হয়ে উঠেছে প্রবাসী জীবনের সবচেয়ে বড় সামাজিক উৎসব। সাত মানে শুভ, সাত মানে সম্পূর্ণতা। তাই সপ্তম বর্ষে চায়ের দোকান থিম যেন আরও কাছে নিয়ে আসে বাঙালিকে তার মূলের কাছে। কাশফুল না থাকলেও আছে ঢাকের শব্দ, গানের সুর, আর আছে আড্ডার ধোঁয়া ওঠা কাপ।
 
আড্ডার পুজো তাই শুধু পূজা নয় এ এক মায়া, এক স্মৃতি, এক বন্ধন। যেখানে প্রবাসী বাঙালি মনের ভেতরেই বলে ওঠে,
“এখনও আড্ডা বেঁচে আছে, এখনও পূজা মানেই ঘরে ফেরার আনন্দ।”