মহম্মদ আলি পার্কের ইউথ অ্যাসোসিয়েশন উন্মোচন করল ‘শক্তি সাগর’, নারী এবং চিরন্তন রক্ষাকর্তার প্রতি শ্রদ্ধাঞ্জলি
Durga Puja 2025: মহম্মদ আলি পার্কের ইউথ অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার তাদের ৫৭তম দুর্গাপূজো প্যান্ডেলের উদ্বোধন করেছে।

আজকাল ওয়েবডেস্ক: মহম্মদ আলি পার্কের ইউথ অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার তাদের ৫৭তম দুর্গাপূজো প্যান্ডেলের উদ্বোধন করেছে। এই বছরের থিম ‘শক্তি সাগর– ঐশ্বরিক নারীত্ব এবং চিরন্তন রক্ষাকর্তার প্রতি শ্রদ্ধাঞ্জলি’। মণ্ডপের উদ্বোধন করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং উপস্থিত ছিলেন কাউন্সিলর ও বরো সমন্বয়কারী শ্রীমতি রেহানা খাতুন, কাউন্সিলর শ্রীমতী প্রিয়ল চৌধুরী, কাউন্সিলর শ্রী রাজেশ সিনহা, প্রাক্তন বিধায়ক শ্রীমতী স্মিতা বক্সী, প্রাক্তন বিধায়ক শ্রী সঞ্জয় বক্সী, সমাজকর্মী ইরফান আলি তাজ, ইউথ অ্যাসোসিয়েশন অফ মহম্মদ আলি পার্ক দুর্গাপূজার চেয়ারম্যান শ্রী মহেন্দ্র আগরওয়াল এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।
এই বছরের মণ্ডপটি শিল্প, আধ্যাত্মিকতা এবং পরিবেশগত চেতনার এক মনোমুগ্ধকর সঙ্গমস্থল হিসেবে দাঁড়িয়ে আছে। যা দেবীকে চিরন্তন রক্ষক, লালনকারী এবং নারীশক্তির মূর্ত প্রতীক হিসেবে উদযাপন করে। সময়ের চিরন্তন চক্র ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণের একটি উজ্জ্বল মূর্তি দর্শনার্থীদের স্বাগত জানায়। শ্রীকৃষ্ণ ন্যায়বিচার, করুণা এবং মহাজাগতিক সম্প্রীতির ভারসাম্যের প্রতীক।
মণ্ডপটির ভিতরের অংশ একটি অত্যাশ্চর্য জলমগ্ন জগতে রূপান্তরিত হয়। মণ্ডপের অভ্যন্তরে প্রবাল প্রাসাদ, ভাসমান মাছ এবং ডলফিন প্রাচীন ডুবে যাওয়া মন্দিরের রহস্য পুনর্নির্মাণ করে। একটি নৌকা নীরবে ‘সমুদ্র’ জুড়ে ভেসে বেড়াচ্ছে, প্লাস্টিক এবং বর্জ্য সংগ্রহ করছে। গোটা বিষয়টি একটি সূক্ষ্ম অথচ শক্তিশালী বার্তা প্রদান করছে, সত্যিকারের ভক্তিতে অবশ্যই ধরিত্রী মাতার প্রতি যত্ন থাকতে হবে।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে, মহম্মদ আলি পার্ক দুর্গাপূজার ইউথ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী সুরেন্দ্র কৃষ্ণ শর্মা বলেন, “এই বছরের থিম, শক্তি সাগর, কেবল একটি শৈল্পিক সৃষ্টি নয়; এটি শক্তি, সম্প্রীতি এবং পরিবেশগত দায়িত্বের জন্য আমাদের সম্মিলিত প্রার্থনা। আমরা এই উদযাপনটি ঐশ্বরিক নারীত্ব এবং আমাদের গ্রহের সংরক্ষণের জন্য উৎসর্গ করি। সকলকে মনে করিয়ে দিচ্ছি যে প্রকৃতি রক্ষা না করলে পূজা অসম্পূর্ণ।”
মহম্মদ আলি পার্কের ইউথ অ্যাসোসিয়েশনের পুজো মধ্য কলকাতার সবচেয়ে জনপ্রিয় দুর্গাপুজোগুলির মধ্যে একটি। প্রতি বছর অনুষ্ঠিত এই পুজো হয় দুর্দান্ত স্থাপত্য প্রদর্শন করে। মহম্মদ আলি পার্ক দুর্গাপুজো সমিতি বিভিন্ন বিভাগে বেশ কয়েকটি পুরষ্কার জিতেছে এবং তাই এটিকে কলকাতার মর্যাদাপূর্ণ দুর্গাপুজোগুলির মধ্যে একটি হিসাবেও বিবেচনা করা হয়। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত ইউথ অ্যাসোসিয়েশন এই পুজোটির আয়োজন করে থাকে। এটি উত্তর ও মধ্য কলকাতার সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাবগুলির মধ্যে একটি।