দিল্লি- এনসিআরের পুজো, বৈশালির পুজোয় থিম ‘মা’, ইন্দিরাপুরমে ‘স্বপ্নের ২৫’

আবু হায়াত বিশ্বাস, দিল্লি,২৬ সেপ্টেম্বর: পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসবে মাততে তৈরি রাজধানী দিল্লি-এনসিআর। নানা থিমে সেজে উঠছে এখানকার পুজো মন্ডপ। দিল্লি-এনসিআরের পুজোয় কোথাও থিম ‘মা’, কোথাও আবার ‘স্বপ্নের ২৫’। কোথাও থিম ‘বিভিন্ন নৃত্য, অভিন্ন ভারত’। রাজধানী ও সংলগ্ন এলাকার সব পুজো কমিটিগুলিই পরিবেশ বান্ধব মন্ডপ তৈরিতে জোর দিয়েছে। বৈশালীর সেক্টর ৩/এ রচনা পার্কের সার্বজনীন শ্রীশ্রী কালীপূজা সমিতির পুজো এবার ২০ বছরে পড়ল। এবারের থিম ‘মা’। পুজো উদ্যোক্তাদের বক্তব্য, মা জন্মদাত্রী, মা মাতৃভূমি কিংবা মা দুর্গা—সবই একই, কেবল রূপভেদে আলাদা। মা-ই বিশ্বজননী, মা-ই সর্বত্র বিরাজমান। তাই এ বছরের পূজায় মাতৃত্বকেই সর্বাগ্রে সম্মান জানানো হবে। এই থিমের মাধ্যমে সমাজের প্রতি বার্তা স্পষ্ট—মা-সন্তান সম্পর্কই সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে পবিত্র।
অথচ দেশে ক্রমশ বেড়ে চলেছে বৃদ্ধাশ্রমের সংখ্যা, যেখানে মায়েদের অবস্থা বেশ করুণ। এ চিত্র পাল্টানো জরুরি। সার্বজনীন শ্রীশ্রী কালীপুজো সমিতির সাধারণ সম্পাদক সূর্যসারথি রায় জানালেন,প্রতিবছরের মতো এবারও বিনামূল্যে চিকিৎসা শিবির, চশমা বিতরণ, ভাণ্ডারা, অঙ্কন প্রতিযোগিতা, সামাজিক উন্নয়নে নিয়োজিত সংস্থাগুলিকে আর্থিক সহায়তা—সবই থাকছে। তিনি জানালেন, প্যান্ডেলে মায়েদের জন্য বিশেষ আসনের ব্যবস্থা করা হবে, প্রসাদ বিতরণে মায়েদের অগ্রাধিকার দেওয়া হবে। পূজার উদ্বোধন করবেন এক বিশিষ্ট মা। বৈশালীর সেক্টর ৩/এ রচনা পার্কে গত বছরের পুজোর থিম ছিল নারী স্বশক্তিকরণ।
দিল্লি লাগোয়া ইন্দিরাপুরমের ‘বঙ্গতরু’-র পুজো এবার ২৫ বছরে পড়ল। পুজোর থিম ‘স্বপ্নের ২৫’। বিশালকার প্যান্ডেল তৈরি হচ্ছে মাঠ জুড়ে। হুগলির ৩৫ জন শিল্পী দিনরাত এক করে প্যান্ডেলের কাজ করছেন। প্রতি বছরের মতো এবারও কৃষ্ণনগরের দক্ষ শিল্পীরা নির্মাণ করছেন নবদুর্গা প্রতিমা। শিল্পী সমীরণ পালের হাতের ছোঁয়ায় সেজে উঠছেন মা দূর্গা। টানা পাঁচ বছর ধরে দিল্লি এনসিআর-এ একমাত্র বঙ্গতরুই নবদুর্গা প্রতিমার আয়োজন করে আসছে, যা সংগঠনের অন্যতম গর্ব বলে দাবি করলেন বঙ্গতরু পুজো কমিটির সভাপতি সুরজিৎ দে পুরকায়স্থ। তিনি জানালেন,‘কাজের সূত্রে আসা ৫-৬ বাঙালি পরিবার প্রথম স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নের ২৫ বছর হচ্ছে। এবারের থিম প্যান্ডেল সেই স্বপ্নকেই সামনে আনে। প্রতিষ্ঠাতা সদস্যদের স্বপ্ন ছিল এক ছাদের নীচে বাঙালি ঐতিহ্য, আচার-অনুষ্ঠান, মিলন ও শান্তির এক পরিবেশ গড়ে তোলা। আজকের প্রজন্ম শুধু সেই ঐতিহ্য রক্ষা করছে তাই নয়, বরং উত্তরাধিকারকে বহন করছে নতুন রূপে, নতুন উদ্দীপনায়। একতার বার্তা ও সাংস্কৃতিক গৌরবই ‘স্বপ্নের ২৫’-এর মূল সুর।’ বঙ্গতরু একাধিকবার সেরা পুজোর সম্মান পেয়েছে বলেও জানান পুজো উদ্যোক্তারা। ‘স্বপ্নের ২৫’ নিয়ে গায়ক, সুরকার অনিন্দ্য বসু-এর তৈরি থিম সং রিলিজ হবে ২৫ সেপ্টেম্বর। বঙ্গতরুর পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী।
ইন্দিরাপুরমেরই প্রান্তিকের পুজো এবার ১৭ বছরে পড়ল। পুজোয় থিম ‘বিভিন্ন নৃত্য, অভিন্ন ভারত’। প্রান্তিক কালচারাল সোসাইটির সভাপতি দেবযানী সামন্ত জানালেন,পুজোয় নতুন নতুন থিমকে সামনে রেখে বার্তা দেওয়ার চেষ্টা হয়। বাঙালি শিল্পীদের কারুকাজে সেজে উঠছে মন্ডপ। প্রতিমা শিল্পী চিত্তরঞ্জন পার্কের মানিক পাল। পঞ্চমী থেকে নবমী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ভোগ বিতরণ করা হয়। পুজোর কদিন কয়েক হাজার দর্শনার্থীর সমাগম হয় প্যান্ডেলে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বহিরাগত শিল্পীরাও আসছেন। ষষ্ঠীতে শিল্পী সৃজন চ্যাটার্জী, সপ্তমী,অষ্টমী ও নবমীতে সুজয় প্রসাদ এবং কোহিনুর সেন, ঋষি পান্ডা, আরফিন রানা এবং নিহারিকা নাথ আসছেন।