কালী আরাধনায় বৃহন্নলারা, বাগদার হেলেঞ্চায় হল খুঁটি পূজা

Kali Puja: নিজেদের উদ্যোগেই নিজেদের অধিকার আদায় করে নিয়েছেন তাঁরা। যোগ দিচ্ছেন বা মেতে উঠছেন বিভিন্ন উৎসবে। এবার কালী আরাধনায় মাতলেন তাঁরা।

People of third gender organised Kali Puja at bagda

আজকাল ওয়েবডেস্ক: যদিও এখনও সমাজ বৃহন্নলাদের দিকে আড়চোখে তাকায় কিন্তু তারপরও ওঁরা কিন্তু পিছিয়ে নেই। নিজেদের উদ্যোগেই নিজেদের অধিকার আদায় করে নিয়েছেন তাঁরা। যোগ দিচ্ছেন বা মেতে উঠছেন বিভিন্ন উৎসবে। এবার কালী আরাধনায় মাতলেন তাঁরা। উত্তর ২৪ পরগণার বাগদা থানার হেলেঞ্চা তেঘরিয়াপাড়ায় বসবাস করেন তৃতীয় লিঙ্গের (third gender) বেশ কয়েকজন। কালী আরাধনায় এবার তাঁরা আয়োজন করলেন শ্যামা পূজার। যাদের সঙ্গ দিতে এগিয়ে এসেছেন এলাকার মহিলারা। হাতে হাত মিলিয়ে তাঁরা এবার মাততে চলেছেন শ্যামা আরাধনায়। 

বৃহস্পতিবার ছিল তাঁদের খুঁটি পূজা। পূজা মণ্ডপে আয়োজিত এই খুঁটি পূজা উপলক্ষে বৃহন্নলাদের সঙ্গে ছিলেন স্থানীয় মহিলারাও। ধূমধাম করে হয় এই পূজা। মানা হয়েছে সমস্ত আচার। শ্যামা পূজার জন্য ইতিমধ্যেই নাম করেছে বাগদার হেলেঞ্চা। প্রতি বছরই বড় বড় পূজা হেলেঞ্চাতে আয়োজিত হয়। আসেন অনেক দর্শনার্থীরা।

কিন্তু এই তেঘরিয়া পাড়ায় আয়োজিত হয় না কোনও কালী পূজার। সেজন্যই পূজা উপলক্ষে এগিয়ে এসেছেন স্থানীয়রা। খুশি উদ্যোক্তারাও। 

তাঁরা নিজেরাই জানিয়েছেন, 'আমরা তৃতীয় লিঙ্গের মানুষরা নিজেরাই আয়োজন করেছি এই পূজার। এলাকার বাসিন্দাদের নিয়ে শ্যামা পূজা উপলক্ষে পাঁচদিন নানা অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ করব। আমন্ত্রণ জানানো হয়েছে সকলকেই।'