'ও দুঃখী হলে আমারও দুঃখ লাগে', বহু যুগের পরিচিত মাধবকে তবু কেন বাদ? 'ফাটাকেষ্ট কালী' পুজোর পরিচালক যা জানালেন...

তাহলে বলতে পারেন কে? ঘুরে বেড়ানো নানা প্রশ্নের উত্তর জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল পুজোর বর্তমান পরিচালক প্রবন্ধ রায়ের সঙ্গে। ছোট থেকেই এই পুজো দেখছেন। ১৯৯২-এ ফাটাকেষ্টর প্রয়াণ, সেবছর থেকেই পুজোর দায়িত্ব নিয়েছেন তিনি। আচমকা কেন প্রতিমা শিল্পীর বদল?
6 / 9

তাহলে বলতে পারেন কে? ঘুরে বেড়ানো নানা প্রশ্নের উত্তর জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল পুজোর বর্তমান পরিচালক প্রবন্ধ রায়ের সঙ্গে। ছোট থেকেই এই পুজো দেখছেন। ১৯৯২-এ ফাটাকেষ্টর প্রয়াণ, সেবছর থেকেই পুজোর দায়িত্ব নিয়েছেন তিনি। আচমকা কেন প্রতিমা শিল্পীর বদল?

Previous Next