'ও দুঃখী হলে আমারও দুঃখ লাগে', বহু যুগের পরিচিত মাধবকে তবু কেন বাদ? 'ফাটাকেষ্ট কালী' পুজোর পরিচালক যা জানালেন...
আবার এবার যিনি প্রতিমা গড়েছেন, মিন্টু পাল বলছেন, তিনি এসবের গভীরের কারণ জানেন না। তাঁর সঙ্গে একদিন পুজোর পরিচালকের দেখা হয়। তিনি প্রতিমা গড়ার বরাত দেন। মিন্টু ছবি চান, সেই ছবি দেখে প্রতিমা বানান। কেউ কেউ যে বলছেন, প্রতিমার মুখশ্রী এবার একটু ভিন্ন, কিছুটা স্মিত-হাস্য বদন, কেউ কেউ তুলনা করছেন, তা কান-এড়ায়নি। শুনেছেন। তবে মিন্টুর বক্তব্য, 'মায়ের ইচ্ছা ছিল এবার আমার হাতে তৈরি হবেন। হয়েছেন। আমি আর কী বলব।'