মালদার শান্তিভারতীতে এবার ভ্যাটিকান সিটি চার্চ

Durga Puja: তৃতীয়ায় উদ্বোধন পুজোর। সেদিন আয়োজন করা হবে রক্তদান শিবিরেরও।

Malda ShantibharatI Durga Puja 2024

পঙ্কজ সরকার, মালদা: জেলার 'বিগ বাজেট'-এর পুজোগুলির মধ্যে অন্যতম শান্তিভারতী পরিষদের পুজো। ৬২ বছরে পা দিল তাদের পুজো। এবারে তাদের পুজোর থিম ভ্যাটিকান সিটি চার্চ।

 জেলাবাসী চোখের সামনে বিশ্ব বিখ্যাত এই চার্চ দেখতে পাবেন। জেলার শিল্পীরা যাতে বঞ্চিত না হোন, সেদিকেই জোর দিয়েছেন পুজো কমিটির সদস্যরা। অর্থাৎ জেলার শিল্পী এবং নবদ্বীপ, চন্দননগরের শিল্পীদের নিয়ে মণ্ডপ ও আলোকসজ্জার কাজ করা হচ্ছে।

আলোকসজ্জাতেও থাকছে চমক। বিভিন্ন বিষয়বস্তু আলোকসজ্জায় তুলে ধরা হচ্ছে। প্রতিমা গড়ছেন মৃৎশিল্পী অষ্টম চৌধুরি। প্রতিমার মধ্যে রয়েছে সাবেকিয়ানা। উচ্চতা প্রায় ২৬ ফুট। ইতিমধ্যে প্রতিমা মণ্ডপে নিয়ে আসা হয়েছে।  মণ্ডপের কাজ দ্রুত গতিতে করা হচ্ছে। মণ্ডপের কাজ শেষে আলোকসজ্জায় ভরিয়ে দেওয়া হবে। 

 তৃতীয়ায় পুজোর উদ্বোধন। উদ্বোধনের দিন চক্ষুদান এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। পুজোর বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। আয়োজক শান্তিভারতী পরিষদের যুগ্ম সম্পাদক অরিন্দম সরকার জানান, ‘‌আমাদের পুজোয় অসংখ্য মানুষের ভিড় জমে। তাই আমরা এবার তৃতীয়ার দিন উদ্বোধনের কর্মসূচি রেখেছি। প্রতিবারের মতো এবারও পুজোর ক’‌দিন নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হবে।’‌