থিমের ছড়াছড়ি দক্ষিণ ২৪ পরগণায়, কোথাও বিশাল প্রতিমা, আবার কোথাও অ্যালবার্ট হল মিউজিয়াম
হাতে পড়ে আছে মাত্র কয়েকটা দিন। শহর থেকে জেলা, পুজো উপলক্ষে সব জায়গাতেই চলছে চূড়ান্ত প্রস্তুতি। থিম থেকে সাবেকি ঘরানা, পরস্পরকে টেক্কা মারতে কোমড় বাঁধছেন সকলেই।
আজকাল ওয়েবডেস্ক: হাতে পড়ে আছে মাত্র কয়েকটা দিন। শহর থেকে জেলা, পুজো উপলক্ষে সব জায়গাতেই চলছে চূড়ান্ত প্রস্তুতি। থিম থেকে সাবেকি ঘরানা, পরস্পরকে টেক্কা মারতে কোমড় বাঁধছেন সকলেই। আবার থিমেও থাকছে নানা বৈচিত্র্য। কেউ বা জোর দিচ্ছেন বিশাল আকৃতির প্রতিমার ওপর কেউ আবার তুলে ধরছেন সাধারণ মানুষের জীবনকাহিনী বা বিখ্যাত কোনও দ্রষ্টব্য স্থান।
এবছর দক্ষিণ ২৪ পরগণার একাধিক পুজো কমিটি সামনে আনছে নজরকাড়া থিম।বারুইপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সপ্তপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবার ৫০ বছরে পা দেবে। ৫০ বছর উপলক্ষে তাঁদের ভাবনা, 'পাহাড়ের মধ্যে দূর্গা'। মণ্ডপে শোভা পাবে ৫০ ফুট উচ্চতার প্রতিমা। যার পুরোটাই ফাইবারের। উদ্যোক্তারা জানান, চন্দননগরের আলোকসজ্জা আলোকিত করবে তাঁদের পুজো। কুমারটুলির শিল্পীরা প্রতিমা তৈরি করবেন। পুজো উপলক্ষে দুঃস্থদের বস্ত্রদান-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘ কলকাতা শহর লাগোয়া সোনারপুর অঞ্চলের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম। বারুইপুর থেকে সাউদার্ন বাইপাস ধরে কলকাতা যাওয়ার পথে এলাচি মোড়ের এই পুজো মণ্ডপ দেখতে প্রতিবছর ভিড় করেন বহু দর্শনার্থী৷ এই পুজোয় প্রতিবছরই মণ্ডপসজ্জায় থাকে নতুনত্ব। এবারও তার ব্যতিক্রম নয় ৷ এবছর পুজোর ৭৮ তম বছর। পুজোর থিম, জয়পুরের অ্যালবার্ট হল মিউজিয়াম। সেই আদলেই তৈরি হচ্ছে মণ্ডপ৷ প্রসঙ্গত, ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম প্রিয় জায়গা রাজস্থানের জয়পুর৷ আর জয়পুর ভ্রমণের অন্যতম দ্রষ্টব্য হল এই মিউজিয়াম৷ মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে প্লাই, ফোম, থার্মোকল। মণ্ডপের অন্দরে ফুটিয়ে তোলা হবে দূর্গার নানান রূপ ৷
এবছর সোনারপুরের সোনাঝিল নতুন পল্লির বলাকা সংসদ ও পাঠাগারের পুজো ৬২ তম বর্ষে পা দিল। আদি অনন্ত কাল থেকে যে নির্মাণ শিল্পীরা সভ্যতার প্রয়োজনে কাজ করে চলেছেন তাঁদের জীবনযাত্রা ও কর্মপদ্ধতি ফুটে উঠবে এই পুজোর থিমে।