প্রথামতো পান্তা আর কচুর শাক খেয়ে ২৪ বেহারার কাঁধে চেপে কৈলাশের পথে রওনা দিলেন উমা
Durga Puja: এলাকার প্রথা অনুযায়ী যতক্ষণ না পর্যন্ত টাকির জমিদারের পূবের বাড়ির প্রতিমা বিসর্জন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এলাকার কোনও প্রতিমার বিসর্জন হয় না।
আজকাল ওয়েবডেস্ক: পান্তা ভাতের সঙ্গে ছিল কচুর শাক। যা দেওয়া হল দেবী দুর্গাকে। খাওয়ার পর ২৪ বেহারার কাঁধে চেপে কৈলাশের পথে রওনা দিলেন টাকির জমিদারবাড়ির উমা। ইছামতি নদীর পাড়ে ভিড় করে তাঁকে এগিয়ে দিলেন টাকির বাসিন্দারা।
এলাকার প্রথা অনুযায়ী যতক্ষণ না পর্যন্ত টাকির জমিদারের পূবের বাড়ির প্রতিমা বিসর্জন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এলাকার কোনও প্রতিমার বিসর্জন হয় না। পূবের বাড়ির প্রতিমা বিসর্জন দেওয়া হয় একেবারে ভোরে। সকাল সাড়ে পাঁচটা নাগাদ। প্রস্তুত ছিল পান্তা ভাত আর কচুর শাক। এটাই এই বাড়ির নিয়ম বা রীতি। নিষ্ঠার সঙ্গে যা পরিবেশন করেন বাড়ির মহিলারা। এরপর হয় দেবীবরণ। প্রস্তুত ছিল বেহারারা। তাঁদের সকলের গায়েই এক রঙের পোশাক। যে ২৪ বেহারার কাঁধে চেপে এদিন প্রতিমাকে মণ্ডপ থেকে ইছামতি নদীতে নিয়ে যাওয়া হল তাঁরাও বংশ পরম্পরায় এই কাজ করে যাচ্ছেন।
প্রতিমা বিসর্জনের পর ঘাটেই কিছুটা মিষ্টিমুখ হয়। এরপর বাড়ি ফিরে আসার পর ওই ২৪ বেহারাকে দেওয়া হয় পান্তা ভাত আর কচুর শাক। দেওয়া হবে স্থানীয় বাসিন্দাদেরও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বলে এদিন এলাকার অন্যান্য প্রতিমার বিসর্জন হবে না।