পুজোর মূল আকর্ষণ তেজপাতার তৈরি প্রতিমা, যা পুজো শেষে পাঠানো হবে গিনেস রেকর্ডের জন্য

মণ্ডপের মূল আকর্ষণ তেজপাতার তৈরি প্রতিমা। সোনারপুর জগন্নাথপুর স্পোর্টিং ক্লাবের এই প্রতিমা পুজো শেষে পাঠানো হবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য। 

idol made of bay leaves in sonarpur durga puja which after the puja for Guinness World Records

আজকাল ওয়েবডেস্ক: মণ্ডপের মূল আকর্ষণ তেজপাতার তৈরি প্রতিমা। পুজোও পাবে। একচালার এই প্রতিমায় রয়েছে লক্ষী, গণেশ, কার্তিক ও সরস্বতী। আছে অসুর। সোনারপুর জগন্নাথপুর স্পোর্টিং ক্লাবের এই প্রতিমা পুজো শেষে পাঠানো হবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য। 

প্রতিমাশিল্পী সোনারপুর কলেজের ইতিহাসের ছাত্র জয়মাল্য মণ্ডল। ছোটবেলা থেকেই সৃজনশীল কাজে উৎসাহী। তিন বছর আগে মাটি দিয়ে দুর্গাপ্রতিমা বানায় জয়মাল্য। গতবার বানিয়ে ছিলেন দেশলাই দিয়ে তৈরি প্রতিমা। এবছর পাড়ার মুদি দোকান থেকে তেজপাতা কিনে সেই দিয়ে বানিয়েছেন দুর্গা। পাড়ার ক্লাবে যা মাটির প্রতিমার সঙ্গে পূজা করা হবে। 

নিজের শিল্পকর্ম নিয়ে জানাতে গিয়ে জয়মাল্য বলেন, 'প্রথমবার যখন আমি মাটির প্রতিমা বানাই তা পছন্দ করেছিল সবাই। তাঁরাই আমায় উৎসাহ দেয় প্রতিমা বানানোর কাজে। সেইমতো গতবার দেশলাই কাঠি দিয়ে প্রতিমা তৈরি করি। সেই প্রতিমাও সবার পছন্দ হয়। এরপরেই আমি এবার সিদ্ধান্ত নিয়েছিলাম তেজপাতা দিয়ে প্রতিমা বানানোর। পুজো শেষ হয়ে গেলে এই প্রতিমা আমি পাঠাবো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এর জন্য।'