সপ্তগ্রামে স্বামী নারায়ন মন্দিরে স্টিলের দুর্গা প্রতিমা এবার সকলের নজর কাড়ল

শঙ্খনগর সর্বজনীনের দুর্গাপূজোর ৬১ তম বর্ষে অভিনব আকর্ষণ প্রতিমা। তবে এবছর মাটির নয়। মণ্ডপে ঢুকলেই নজরে পড়বে সম্পূর্ণ স্টিলের তৈরি দুর্গা প্রতিমা।

Hoogly steal durga pujo

মিল্টন সেন, হুগলি:   শঙ্খনগর সর্বজনীনের দুর্গাপূজোর ৬১ তম বর্ষে অভিনব আকর্ষণ প্রতিমা। তবে এবছর মাটির নয়। মণ্ডপে ঢুকলেই নজরে পড়বে সম্পূর্ণ স্টিলের তৈরি দুর্গা প্রতিমা। অভিনব প্রতিমা বানিয়ে চমক হুগলির সপ্তগ্রামের শঙ্খনগর সর্বজনীনের দুর্গাপূজো।

দর্শণার্থীদের জন্য প্রতি বছরই নতুন নতুন চমক তুলে ধরে শঙ্খনগর সর্বজনীন দুর্গাপূজা সমিতি। এবছরও তার অন্যথা হয়নি। তাদের মণ্ডপ নির্মাণ করা হয়েছে গুজরাটের স্বামী নারায়ন মন্দিরের আদলে। তবে এ বছরে শংখনগর সার্বজনীন পুজো কমিটির বিশেষ আকর্ষণ স্টিলের প্রতিমা। স্টিলের প্রতিমাটি নির্মাণ করেছেন শিল্পী জিতেন প্রধান। তিনি পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা। শুধু দূর্গা নয় লক্ষী, কার্তিক, গনেশ সবই তিনি নিখুঁত ভাবে তৈরী করেছেন স্টিল দিয়ে।

পুজো কমিটির সম্পাদক বিকাশ চন্দ্র রায় বলেছেন, প্রতি বছরই পুজো কমিটির তরফে নতুন কিছু করার চেষ্টা থাকে। এ বছর মণ্ডপে কিছুটা, তবে প্রধান চমক থাকছে প্রতিমায়। স্টিলের প্রতিমা জেলায় প্রথম। তিনি আশাবাদী এই প্রতিমা অবশ্যই দর্শণার্থীদের ভাল লাগবে। তাছাড়া পুজোর একটি রীতি রয়েছে। প্রতি বছর ষষ্ঠীর দিন সকালে এলাকার মহিলারা ত্রিবেণী ঘাট থেকে গঙ্গার জল নিয়ে আসে। তার পর সেই জল দিয়েই পুজো সম্পন্ন হয়। এ বছর ৬১তম বছর, তাই ৬১ ঘট জল এনে সেই জলেই পুজো সম্পন্ন হবে। এছাড়া পুজোর সময় কমিটির তরফে গরিব দুঃস্থ মানুষদের নতুন জামা কাপড় দেওয়া হয়।