২০০ বছরের পুরনো তরফদার বাড়ির পুজো, শাখা-পলা নিবেদন করলে পূরণ হয় মনস্কামনা!
Durga Puja:১৯৭৬ সালে বাংলাদেশ থেকে সেই পুজো পূর্ব পুরুষের হাত ধরে চলে আসে এদেশের পুরাতন মালদার মোহনবাগান এলাকায়।
অভিজিৎ চৌধুরি, মালদা: ভক্তি ভরে দেবী দুর্গার হাতে শাখা ও পলা পরানোর নিবেদন করলেই অবিবাহিত মহিলাদের মিলে যায় সুপাত্র। এমনকি দম্পতিরা এভাবে মানত করলে সন্তান লাভ করেন । প্রায় ২০০ বছরের পুরনো পুরাতন মালদার মুচিয়া এলাকার তরফদার পরিবারের দুর্গা পুজোকে ঘিরে এমনই বিশ্বাস প্রচলিত রয়েছে সাধারণ মানুষের মধ্যে। ফলে আজও দুর্গাপুজোর দিনগুলি তরফদার বাড়িতে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। দেবী দুর্গার হাতে শাখা ও পলা দিয়ে নিবেদন করলেই মহিলাদের মনস্কামনা পূরণ হয় এমনটাই দাবি এলাকার বাসিন্দাদের।
পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মোহনবাগান গ্রামে রয়েছে তরফদার পরিবারের বাড়ি। একান্নবর্তী পরিবারের সদস্যরা আজও পুরনো ২০০ বছরের নিয়ম ও নিষ্ঠা মেনেই দেবী দুর্গার পুজো করে আসছেন।
স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য, তরফদার পরিবারের দেবী দুর্গা এতটাই জাগ্রত যে এই বাড়িতে কোনদিনই মাছ, মাংস সহ আমিষ খাবার ওঠে না। ব্রিটিশ আমল থেকে শুরু হওয়া পুরাতন মালদার তরফদার বাড়ির দুর্গাপুজো গ্রামবাসীদের কাছে জাগ্রত মায়ের আরাধনা হিসেবে প্রচলিত রয়েছে।
১৮৫০ সালে বাংলাদেশে চন্দনাথ তরফদারের উদ্যোগেই শুরু হয়েছিল এই দুর্গাপুজো। এরপর ১৯৭৬ সালে বাংলাদেশ থেকে সেই পুজো পূর্ব পুরুষের হাত ধরে চলে আসে এদেশের পুরাতন মালদার মোহনবাগান এলাকায়। আজও সেখানেই পুরনো নিয়ম মেনেই পুজো হয়ে আসছে।