কোথাও সিঁদুর খেলা আবার কোথাও পান্তা উৎসব, জলপাইগুড়ির পূজা প্যান্ডেলে বিসর্জনের প্রস্তুতি
Durga Puja: ইতিমধ্যেই মিষ্টির দোকানে ভিড় করে শুরু হয়েছে মিষ্টি কেনা।
আজকাল ওয়েবডেস্ক: নবমীর দিনই তিথি অনুযায়ী শুরু দশমীর। আর দশমী মানেই ভারাক্রান্ত মনে দেবী বিদায়ের পালা এবং মন খারাপের দিকটা সরিয়ে রেখে বিসর্জনের আনন্দে মেতে ওঠা। ফলে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে জলপাইগুড়ির বিভিন্ন পূজা প্যান্ডেলে দেখা গেল বিসর্জনের প্রস্তুতি। বিসর্জনকে কেন্দ্র করে কোথাও আয়োজিত হয়েছে সিঁদুর খেলার আবার কোথাও পান্তা উৎসবের। আবার কোথাও সিঁদুর খেলা আর পান্তা উৎসব, দুটোই হয়েছে।
এবারের তিথি অনুযায়ী শনিবার ভোর থেকেই শুরু হয়েছে নবমীর পূজা। আবার এদিনই পড়েছে দশমী। ফলে নবমীর পূজা সারার পর শুরু হয় দশমীর পূজা। ঢাকের আওয়াজে বিসর্জনের সুর। প্যান্ডেলে প্যান্ডেলে সকলের মুখেই বিষাদের ছায়া। এক বছর ধরে যে প্রস্তুতি নেওয়া হয়েছিল আজ তার সবই শেষ।
ইতিমধ্যেই মিষ্টির দোকানে ভিড় করে শুরু হয়েছে মিষ্টি কেনা। বিজয়া মানেই যেমন কোলাকুলি আর বড়দের আশীর্বাদ নেওয়া তেমনি তার অবিচ্ছেদ্য অঙ্গ হল মিষ্টিমুখ করা বা করানো। জলপাইগুড়ির প্রায় সব দোকানেই এখন ক্রেতাদের ভিড়।