১০১ বছরে পা দিল পূর্ব বর্ধমানের ব্যানার্জি বাড়ির পূজো
বিষ্টুপদ ব্যানার্জির মা স্থানীয় এক দুর্গাপুজোয় পুজোয় পুষ্পাঞ্জলি দিতে যান শতবর্ষ আগে। সেখানে গিয়ে জানতে পারেন বাবুদের বাড়ির মেয়েরা আগে পুষ্পাঞ্জলি না দেওয়া পর্যন্ত অন্যরা পুষ্পাঞ্জলি দিতে পারবেন না।
তীর্থঙ্কর দাস: পূর্ব বর্ধমানের হাড় গ্রামের ব্যানার্জি বাড়ির পুজো। ২০২৪ সালে ১০১ বছরে পদার্পণ করল। পুজোর প্রতিষ্ঠাতা বিষ্টুপদ ব্যানার্জি। বিষ্টুপদ ব্যানার্জির মা স্থানীয় এক দুর্গাপুজোয় পুজোয় পুষ্পাঞ্জলি দিতে যান শতবর্ষ আগে। সেখানে গিয়ে জানতে পারেন বাবুদের বাড়ির মেয়েরা আগে পুষ্পাঞ্জলি না দেওয়া পর্যন্ত অন্যরা পুষ্পাঞ্জলি দিতে পারবেন না। এই খবর কানে যেতেই বিষ্টুপদ ব্যানার্জি মাকে হাত ধরে জমিদার বাড়ির বাইরে নিয়ে চলে আসেন এবং কথা দেন পরের বছর থেকে বাড়িতে দুর্গাপুজো শুরু করবেন। তাহলে শান্তিতে পুষ্পাঞ্জলি দিতে পারবেন তাঁর মা। মায়ের সম্মান রাখতে এভাবেই বাড়িতে দুর্গাপুজো শুরু করেছিলেন বিষ্টুপদ ব্যানার্জি ১০০ বছর আগে। পুজোর কটা দিন প্রত্যেকেই এক ছাদের তলায় হাজির হন। পুরনো প্রথা ভেঙে গ্রামের সকলকেই আহ্বান জানানো হয় ব্যানার্জি বাড়ির পুজোয়। সমস্ত নিয়ম রীতি মেনেই পুজো হয় ব্যানার্জি বাড়িতে। প্রত্যেকেই অঞ্জলি দিতে পারেন। ইতিমধ্যেই নবমীর পুজো শেষ করে দশমীর ভাসানের প্রস্তুতি নিচ্ছে পূর্ব বর্ধমানের ব্যানার্জি বাড়ি।