সনাতন হিন্দু ধর্মের কথা ফুটিয়ে তুলেছে এই আবাসনের পুজো
আবাসিক প্রভঙ্কর দত্ত জানিয়েছেন, এই ৪ দিন আমারা সবাই মিলে ভীষণ আনন্দ করি।
আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল গার্ডেন আবাসনের দুর্গাপুজো এবার পা দিল তৃতীয় বছরে।
চলতি বছরে তাঁদের মণ্ডপ সেজে উঠেছে সনাতন হিন্দু ধর্মে পালিত আচার-রীতিতে প্রয়োজনীয় সামগ্রী দিয়ে। হিন্দু ধর্মের নিয়ম নীতি পালনে ব্যবহৃত কুলো, কুনকে, ঝুড়ি থেকে শুরু করে মণ্ডপসজ্জায় রয়েছে মাঙ্গলিক স্বস্তিক চিহ্নের ব্যবহার।
আবাসিক প্রভঙ্কর দত্ত জানিয়েছেন, 'এই চারদিন আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করি। যেহেতু আমাদের আবাসনের পুজো তাই আবাসন ছেড়ে আলাদা করে আর বাইরে যাবার প্রয়োজনই পড়ে না'। এই কয়েকটা দিন সকালের জলযোগ থেকে রাতের খাবার আমরা সবাই একসঙ্গে করি'। তিনি আরও বলেন, 'মহিলারা পুজোর দিনগুলোতে রান্নাঘরে যান না। মোট কথা হল, এই ক'দিন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুজোর আনন্দের মধ্য দিয়ে যে অক্সিজেন পাই, তাই আমাদের সারাবছরের রসদ ।
আগামী রবিবার এই আবাসনে দেবীর নিরঞ্জন শোভাযাত্রা সম্পন্ন হবে। বিসর্জনের আগে রয়েছে সিঁদুর খেলার অনুষ্ঠানও।