দাও ফিরে সে অরণ্য, পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে সাত হাজার চারাগাছ দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ, প্রতিমা গড়তে ব্যবহার হয়েছে গাছের পাতা

মণ্ডপে কোনো ধরনের প্লাস্টিক ও সিনথেটিক জাতীয় জিনিস ব্যবহার না করে পরিবেশ সচেতনতার এক অভিনব বার্তা দিয়েছেন পূজা উদ্যোক্তারা।

Saplings played a crucial role for formation of this Puja pandal
সাত হাজার চাড়া গাছ দিয়ে তৈরি মণ্ডপ।

প্রকাশ মণ্ডল: গাছ লাগান, প্রাণ বাঁচান। সেইসঙ্গে রক্ষা করুন অরণ্য। পরিবেশ সচেতনতার বার্তা দিতে ৭৬তম বর্ষে সাত হাজার চাড়া গাছ দিয়ে মণ্ডপ তৈরি করে জেলায় নজর কাড়ল আলিপুরদুয়ার স্বামীজি ক্লাব বেলতলা। দীর্ঘ প্রায় ছয় মাস আগে আলিপুরদুয়ার শহর সংলগ্ন ঘাগরা এলাকায় একটি নার্সারিতে ৩৭ রকমের গাছের চাড়া রোপণ করা হয়। প্রতিদিন সেই চারাগাছগুলির যত্ন নেন নার্সারির মালিক থেকে শুরু করে ক্লাবের সদস্যরা। ডেসিনা, ফিকাস, রাবার গাছ, পাম গাছ, লাভা প্ল্যান্ট, মানি প্ল্যান্ট-সহ মোট ৩৭ ধরনের গাছ দিয়ে এই মণ্ডপ সাজিয়ে তোলা হয়। এছাড়াও মণ্ডপ তৈরিতে পাট শোলা ও বাঁশের ব্যবহার করা হয়েছে। প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে চার মাসের পরিশ্রমে এই মণ্ডপ তৈরী করা হয়েছে। মণ্ডপে কোনো ধরনের প্লাস্টিক ও সিনথেটিক জাতীয় জিনিস ব্যবহার না করে পরিবেশ সচেতনতার এক অভিনব বার্তা দিয়েছেন পূজা উদ্যোক্তারা। 

আর শুধু এখানেই শেষ নয়, মণ্ডপে পূজিতা দুর্গামূর্তিও গাছের পাতা দিয়ে তৈরি করা হয়েছে। এবছর বিশ্ব বাংলা শারদ উৎসবে জেলার সেরা পরিবেশ সচেতনতার পুরস্কার পেয়েছে এই দুর্গাপুজো।

এই বিষয়ে স্বামীজি ক্লাব বেলতলার সভাপতি মলয় দে জানান, 'আমরা বিগত বছরগুলিতে ছোট করে দুর্গাপুজো করতাম। গত বছর প্রথম উত্তরবঙ্গের সর্বচ্চো দুর্গা প্রতিমা তৈরি করে দর্শনার্থীদের প্রশংসা লাভ করি। তখন থেকেই আমাদের মধ্যে কিছু একটা সামাজিক বার্তা দেওয়ার চিন্তাভাবনা ছিল। ক্লাবের সকল সদস্যদের সঙ্গে আলোচনা করে আমরা এই থিম নিয়ে পুজো করার চিন্তা ভাবনা গ্রহণ করি। কারণ, সমগ্র উত্তরবঙ্গ বনাঞ্চলে ভরা। চারিদিকে নানান ধরনের গাছ রয়েছে। কিন্তু আধুনিকতার যুগে আমরা দালান গড়তে গিয়ে প্রাকৃতিক এই সম্পদ হারিয়ে ফেলছি। মানুষ গাছপালা কেটে ফেলছে। প্রকৃতিকে রক্ষা করে তার গুরুত্ব বজায় রাখতে গাছপালার যে প্রয়োজনীয়তা সেই বিষয়ে মানুষকে সচেতন করবার উদ্দেশ্যে এই বছর আমরা গাছপালা দিয়েই মণ্ডপ তৈরির উদ্যোগ গ্রহণ করি। ক্লাবের সদস্যরা বিগত ছয় মাস ধরে এই চারা গাছগুলির পরিচর্যা করে আসছেন। আমাদের মন্ডপে ঘুরতে আসা দর্শনার্থীদের প্রশংসাও পাচ্ছি। খুব ভালো লাগছে মানুষ আমাদের মন্ডপে এসে পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে যাচ্ছেন।'