ভিড়ে পা রাখাই দায়, আলিপুরদুয়ারে এবারে বড় আকর্ষণ গুজরাটের 'স্বামীনারায়ণ মন্দির'

বরাবরের মতো এবছরও বিগ বাজেটের পুজো মন্ডপ তৈরি করে জেলার মানুষের নজর কেড়েছে আলিপুরদুয়ার জংশন যুব সংঘ কালীবাড়ি পুজো কমিটি।

Districts are not behind regarding big budget Durga Puja
৭৭ তম বর্ষে আলিপুরদুয়ার জংশনের যুব সংঘ কালীবাড়ির দুর্গা পুজো

প্রকাশ মণ্ডল:  বরাবরের মতো এবছরও বিগ বাজেটের পুজো মন্ডপ তৈরি করে জেলার মানুষের নজর কেড়েছে আলিপুরদুয়ার জংশন যুব সংঘ কালীবাড়ি পুজো কমিটি। ৭৭ তম বর্ষে আলিপুরদুয়ার জংশনের যুব সংঘ কালীবাড়ির দুর্গা পুজোতে সকলের নজর ছিল। তাই এবারের দুর্গাপুজোয় যুব সংঘ কালীবাড়ির থিম ছিল গুজরাটের স্বামীনারায়ণ মন্দির।  যেখানে ভিড়ে পা রাখাই দায়। 

উদ্যোক্তাদের একটি সূত্র জানিয়েছে, প্রায় পঞ্চাশ লক্ষেরও বেশি টাকা খরচ করে এবারের এই পুজো আয়োজন করা হয়েছে। দুধ সাদা এই বড় পুজো মন্ডপ নিয়ে মানুষের মধ্যে তুমুল উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। উদ্বোধনের পর থেকেই প্রতিদিন লক্ষাধিক দর্শনার্থীদের সমাগম হচ্ছে জংশন যুব সংঘ কালীবাড়ি পূজা মন্ডপে।  বাঁশ, কাঠ , পাট-সহ নানান পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এই পুজো মন্ডপ। প্রায় চার মাস কঠোর পরিশ্রম করে সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপটি। দুর্গা মূর্তি তৈরি ও মণ্ডপ সজ্জার কাজ করেছেন দিনহাটার শিল্পীরা। এছাড়াও আলোকচিত্রের মাধ্যমে কাশ্মীরের দুষ্কৃতী হানার পরবর্তী সময়ে ভারতীয় সেনার 'অপারেশন সিন্দুর'কে তুলে ধরেছেন পূজো কমিটির সদস্যরা।

এই পুজো কমিটির সভাপতি দিলীপ রায় বলেন, 'আমাদের এখানে ভাগবত গীতা পাঠ হবে। চন্দননগরের জমকালো লাইটিং মানুষের খুবই ভালো লেগেছে। অনেকেই গুজরাটের স্বামীনারায়ন মন্দিরে  যেতে পারেন না। আমাদের পুজো মন্ডপে ঢুকলে আর গুজরাটের স্বামীনারায়ন মন্দিরে যাওয়ার দরকার হবে না। একেবারে অবিকল ওই মন্দির আমরা আলিপুরদুয়ারে এনে হাজির করেছি।'