গ্রামে দুর্গাপুজো দেখে মুগ্ধ, ঢাক বাজিয়ে মা দুর্গার সামনে বসে নাড়ু পাকালেন চিনা নাগরিকরা

ইউনেস্কোর তরফে হেরিটেজ তকমা পাওয়া দুর্গাপুজো দেখতে প্রায়শই উৎসবের মরশুমে কলকাতায় বিদেশিদের দেখতে পাওয়া যায়।

Chinese Nationals Mesmerised by Village Durga Puja

আজকাল ওয়েবডেস্ক: ইউনেস্কোর তরফে হেরিটেজ তকমা পাওয়া দুর্গাপুজো দেখতে প্রায়শই উৎসবের মরশুমে কলকাতায় বিদেশিদের দেখতে পাওয়া যায়। কিন্তু এবার শহরের ভিড় ছাড়িয়ে গ্রামের পুজো দেখতে ছুটলেন বিদেশি নাগরিকরা।

শহর কলকাতা থেকে ৯০ কিলোমিটার দূরে গ্রামের পুজো দেখতে হাজির হন বিদেশি নাগরিকরা। রবিবার ষষ্ঠীর সকালে পান্ডুয়ার ভুঁইপাড়া বারোয়ারি পুজো কমিটির দুর্গাপুজোয় হাজির হন ১০ জন চিনা নাগরিক। জানা গিয়েছে, এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।

চাইনিজ কনস‍্যলেট কলকাতার ডেপুটি কন্ট্রোল জেনারেল মিস্টার কুইং ইয়ং সহ ১০ জন প্রতিনিধি এই পুজোয় হাজির হন। এলাকার শিশুরা ফুল ও চন্দনের ফোটা দিয়ে তাঁদের স্বাগত জানান। পরে ঢাক বাজানো, আল্পনা দেওয়া, নাড়ু পাকানো ও মা দুর্গার সামনে আরতি করলেন তাঁরা।

ছোট ছোট শিশুরা তাদের হাতের তৈরি মাটির মূর্তি ও হাতে আঁকা ছবি উপহার হিসেবে তুলে দেন বিদেশীদের হাতে। কুইং ইয়ং বলেন, ‘এখানকার পরিবেশ, পুজোর আচার-আচরণ, মানুষের ভালবাসা সবকিছুই আমার ভাল লেগেছে। আমি এটা খুব ভাল ভাবে এনজয় করেছি’।

তিনি আরও বলেন, ‘দুর্গাপুজোয় বাঙালিদের কাছে নাড়ু একটা স্পেশাল খাবার। এটা তৈরি করতে পেরে খুব ভালো লাগছে, প্রথম তৈরি করলাম। তার সঙ্গে ঢাক বাজালাম। আমি গ্রামের দুর্গাপুজোয় এই প্রথমবার এলাম এটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে’।