অভিনব আয়োজন! নামকরা সেলিব্রিটি নয়, বরং পুজো মণ্ডপ উদ্বোধন করলেন একদল বিশেষভাবে সক্ষম মানুষ
Durga Pujo 2025: মন্ডপ উদ্বোধন করার সুযোগ দিয়ে সম্মান জানান হল এমন মানুষদের, যারা সমাজের অঙ্গ ঠিকই, তবে প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক জীবনে কিছুটা হলেও ব্রাত্য।

মিল্টন সেন, হুগলি,২৮ সেপ্টেম্বর: নামি দামি সেলিব্রিটি দিয়ে পুজো উদ্বোধন এখন আর তেমন নতুন কিছু বড় বিষয় নয়। চলতি সময়ে কলকাতা হোক বা জেলা, ছোট বড় মাঝারি পুজো মন্ডপ উদ্বোধনে সেলিব্রিটি, খুবই সাধারণ। আর সেটা নাহলেও মন্ত্রী, সাংসদ বা নেতা বিধায়ক সাধারণত থাকেন। এত খরচ, আয়োজন, তাই উদ্বোধনের একটা বিষয় থেকেই যায় প্রায় সমস্ত বারোয়ারিতেই।
অন্যান্য বছর ঢাক ঢোল বাজিয়ে উদ্বোধনের সেই রাস্তাতে হেঁটেও এবছর একটু আলাদা পদ্ধতিতে শুরু হল। মন্ডপ উদ্বোধন করার সুযোগ দিয়ে সম্মান জানান হল এমন মানুষদের, যারা সমাজের অঙ্গ ঠিকই, তবে প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক জীবনে কিছুটা হলেও ব্রাত্য। এমনই কিছু বিশেষভাবে সক্ষম মানুষেরা উদ্বোধন করলেন দূর্গা মন্ডপ। অনন্য অভিনব নজির গড়ল ব্যান্ডেলের নলডাঙ্গা নারায়ণপুর বারোয়ারি। এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার বাসিন্দারা।
ব্যান্ডেলের নলডাঙ্গা নারায়ণপুর বারোয়ারি দূর্গাপূজা কমিটির দূর্গা পুজো এবছর ৭৩ বছরে পদার্পন করল। প্রতি বছরের মত এই বছরও নিয়ম নিষ্ঠা মেনে পাড়ার পুজোয় ব্রতী হয়েছে এলাকার বাসিন্দারা। তবে এবারের পুজো একটু অন্যরকম। অন্যান্য বছর নামি দামি শিল্পী এনে এলাহী ভাবে উদ্বোধন করা হয় দূর্গাপুজোর। তবে এবছর এলাহী ভাবে উদ্বোধন চোখে পড়লেও নামি দামি কোনও শিল্পীর উপস্থিতিও চোখে পড়েনি। কারণ এবছর বারোয়ারি সিদ্ধান্ত নিয়েছে কিছু বিশেষভাবে সক্ষম মানুষকে দিয়ে উদ্বোধন করাবেন তাঁদের পুজো মন্ডপ। সেই মত রবিবার ষষ্ঠীর সন্ধ্যায় পাড়ার এক বিশেষভাবে সক্ষম যুবক এবং দুইজন অন্ধ ব্যক্তিকে দিয়ে উদ্বোধন হল নলডাঙ্গা নারায়ণপুর বারোয়ারি পূজা কমিটির পুজো। তাঁরা নামি দামি শিল্পী না হলেও উদ্বোধনের চমকে কোনও খামতি পড়েনি। প্রথমে ফিতে কেটে উদ্বোধন করা হয় পুজো মণ্ডপের। তারপর গান গেয়ে উদ্বোধনী অনুষ্ঠানকে আরও জমকালো করে তোলেন উদ্বোধক রাকেশ দাস। তিনি ছোটবেলা থেকেই অন্ধ। আজ এখানে পুজো উদ্বোধনে এসে আপ্লুত তিনি। গান গেয়ে ভরিয়ে তোলেন পুজো প্রাঙ্গন। পুজো কমিটির সভাপতি নমিতা গোস্বামী বলেন, "অন্যান্য বছর নানান শিল্পী এনে উদ্বোধন করা হয় পুজো মন্ডপ। কিন্তু এ বছর পাড়ার মহিলারা সিদ্ধান্ত নিয়েছেন এনাদের এনে উদ্বোধন করা হবে আমাদের পুজো। এনারাও সমাজের অঙ্গ। তাই আজ তাঁদের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নেওয়া হল।" অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার বাসিন্দারা।
ছবি পার্থ রাহা