'বাঁচাতে হবে সুন্দরবনকে' এই বার্তাতেই এবার সুন্দরবনের পুজোর থিম 'সুন্দরবন'
Durga Puja: সুন্দরবনের প্রত্যন্ত একটি গ্রাম কুমড়াপাড়া। যেখানে থিম পুজোর বালাই নেই বললেই চলে। গ্রামবাসীরা সুন্দরবনকে রক্ষা করতে পুজোর মধ্যে দিয়ে ফুটিয়ে তুলল থিম 'সুন্দরবন'।
আজকাল ওয়েবডেস্ক: সুন্দরবনের প্রত্যন্ত একটি গ্রাম কুমড়াপাড়া। যেখানে থিম পুজোর বালাই নেই বললেই চলে। গ্রামবাসীরা সুন্দরবনকে রক্ষা করতে পুজোর মধ্যে দিয়ে ফুটিয়ে তুলল থিম 'সুন্দরবন'।
দীর্ঘদিন ধরে এই পুজো হয়ে আসলেও এবছর প্রথম তাঁরা সেখানে থিম তৈরি করেছেন। উদ্দেশ্য একটাই, সুন্দরবনকে রক্ষা করা। দূষণের কথা মাথায় রেখে এই পুজোর থিম তৈরি করতে কোনওরকম প্লাস্টিকের ব্যবহার করা হয়নি।
আসলে জল জঙ্গল ঘেরা এই এলাকার বাসিন্দারা সুন্দরবনকে ভালবাসেন খুব। চেনেনও অনেকটা হাতের তালুর মতো। জঙ্গল তাঁদের একেবারেই আপনজন। চোখের সামনে এক একটি প্রাকৃতিক বিপর্যয়ে সুন্দরবনকে নষ্ট হতে দেখছেন তাঁরা। তার উপর রয়েছে জলস্তর বৃদ্ধির প্রভাব। যা গ্রাস করছে জনপদকে। নদী দূর থেকে এগিয়ে এসে ঢুকে পড়ছে লোকালয়ে।
সব মিলিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। আর সেজন্য পুজোতে যখন গ্রামের মানুষজন একত্রিত হয়েছিলেন তখন ঠিক হয় বনরক্ষার বার্তা ছড়িয়ে দিতে হবে। ফলে ঘরে ঘরে জনে জনে এই বার্তা পৌঁছে দিতেই এই থিম।
বিষয়টি নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে পরমেশ্বর মন্ডল জানিয়েছেন, তাঁদের পুজোর বাজেট কম হলেও এই পুজো এলাকায় প্রভাব ফেলেছে। নিজেদের এলাকাকে রক্ষা করার প্রয়াস সকলের মধ্যে ছড়িয়ে দিতে এই কাজ করছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দা স্বপন কুমার মৌলে জানিয়েছেন, সারাবছর সুন্দরবনের ওপর তাঁদের জীবন যাপন করতে হয়। পুজোর সময় সামাজিক বার্তা দিতে এই কাজ করেছেন। এই থিম তৈরি করতে বাইরে থেকে কাউকে ভাড়া করে আনা হয়নি। গ্রামের সকলে মিলে যে যেমন পেরেছেন তেমন কাজ করে সুন্দরবনকে তুলে ধরতে চেয়েছেন। সেই কাজে তাঁরা সফল বলেই মনে করছেন সকলে।
আগামীদিনে সুন্দরবনকে বাঁচাতে বেশি বেশি করে ম্যানগ্রোভ লাগানোর কথা ও বলছেন গ্রামবাসীরা। পুজোর কয়েকটা দিন প্রচারও চালাবেন কুমড়াপাড়ার সর্বজনীন দূর্গা উৎসব কমিটি।