উত্তরের পুজোয় দক্ষিণের মন্দির, নয়া ভাবনায় বরানগরের লোল্যান্ড

Durga Puja: একে একে প্রস্তুত শহর-শহরতলির দুর্গা পুজোর প্যান্ডেল। শেষ মুহূর্তে সাজসজ্জা চলছে প্রতিমার। পুজোর আগেই এবার চর্চায় এসেছে বরানগরের লোল্যান্ড।

Baranagar Netaji Colony Durga Puja 2024

আজকাল ওয়েবডেস্ক: একে একে প্রস্তুত শহর-শহরতলির দুর্গা পুজোর প্যান্ডেল। শেষ মুহূর্তে সাজসজ্জা চলছে প্রতিমার। পুজোর আগেই এবার চর্চায় এসেছে বরানগরের লোল্যান্ড। শহর-শহরতলিতে দিনে দিনে বাড়ছে থিমের চাহিদা। এক একটি পুজো কর্তৃপক্ষ একে অন্যকে চ্যালেঞ্জ করছে থিমের দিক থেকে। এবার বরানগরের এই পুজো ভেবেছে ‘উত্তরে দক্ষিণ’-এর কথা। 


নেতাজি কলোনির এই পুজোর কাজ প্রায় শেষের মুখে। ৩৫ বছরে এই পুজোর ভাবনা দেখে অনেকেই অবাক। ভাবছেন, এটি কয়েকদিনের জন্য বানানো কেবল পুজো প্যান্ডেল, নাকি মন্দির। প্যান্ডেল বানানো হয়েছে দক্ষিণ ভারতের মীনাক্ষী মন্দিরের আদলে।


দক্ষিণ ভারতীয় মন্দির কেবল নয়, নতুনত্ব রয়েছে প্রতিমাতেও। তারা মায়ের রূপ, সহস্র হাত-সহস্র মুখ-এর আদলে তৈরি হচ্ছে ওই পুজোর প্রতিমাও। এই প্রতিমার মুখ তৈরি হয়েছে ২৩টি, হাত ৪২টি।