পালকি দিয়ে সাজছে পুজো মণ্ডপ, বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের থিমে সাবেকিয়ানার ছোঁয়া

পুজো মণ্ডপের পরতে পরতে জড়িয়ে সাবেকিয়ানা। পালকি। নাম শুনলেই মনে ভেসে আসে সুদূর অতীতের নিত্যদিনের এক ছবি। কয়েক দশক আগেও যাতায়াতের অন্যতম মাধ্যম।

Durga Puja 2024 Belgachia Sadharan Durgotsab Pujo theme Palki gnr

আজকাল ওয়েবডেস্ক: পুজো মণ্ডপের পরতে পরতে জড়িয়ে সাবেকিয়ানা। পালকি। নাম শুনলেই মনে ভেসে আসে সুদূর অতীতের নিত্যদিনের এক ছবি। কয়েক দশক আগেও যাতায়াতের অন্যতম মাধ্যম। গ্রাম থেকে শহরের পথে পথে এককালে দেখা মিলত পালকির। কালের নিয়মে তাও হারিয়ে গেছে বাংলা থেকে। সেই হারিয়ে যাওয়া পালকির থিমেই এবার তৈরি হচ্ছে কলকাতার আরও একটি পুজো মণ্ডপ। 

৭৭ তম বছরে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের এবারের থিম 'পালকি'। পুজো উদ্যোক্তাদের কথায়, 'পালকি সড়ক পরিবহনে তৎকালীন সময় এক ঐতিহ্যবাহী মাধ্যম ছিল।পালকির সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস, তার গঠনশৈলী, বাহকদের জীবনযাত্রা, পালকি ব্যবহারের রাজকীয়তা, পালকির হাত ধরেই চাকা যুক্ত পরিবহনের সূত্রপাত, সেই সমস্ত ঘটনাবলি নিয়েই এ বছরের পুজোর বিষয়বস্তু পালকি কথা।' 

গোটা পুজো মণ্ডপ সেজে উঠছে আস্ত পালকি দিয়ে। কাঠের তৈরি পালকির নিখুঁত কাজ, বলাই বাহুল্য, দর্শকদের নজর কাড়তে চলেছে এই পুজো মণ্ডপ। শিল্পী সোমনাথ দুলুইয়ের হাত ধরে ৭৭ তম বর্ষে সেজে উঠছে এই পুজো মণ্ডপ। দীর্ঘ কয়েক মাস ধরে মণ্ডপ তৈরির কাজ চলছে। শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। দিন কয়েক পরেই সাধারণ মানুষের জন্য খুলে যাবে পালকি সাজের পুজো মণ্ডপের দরজা।