কলকাতায় হোয়াইট হাউস, মহম্মদ আলি পার্কের ৫৬ বছরে আর কী চমক!

Durga Puja: খাস কলকাতার যে কয়েকটি পুজো নিয়ে মানুষের মনে কৌতূহল থাকে দীর্ঘদিন ধরে, সেগুলির মধ্যে অন্যতম মহম্মদ আলি পার্ক।

Muhammad Ali Park Durga Puja 2024

আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতার যে কয়েকটি পুজো নিয়ে মানুষের মনে কৌতূহল থাকে দীর্ঘদিন ধরে, সেগুলির মধ্যে অন্যতম মহম্মদ আলি পার্ক। বহু মানুষই এই মণ্ডপের কথা শুনলে ডুব দেন নস্টালজিয়ায়। এবারেও দর্শকদের জন্য রইল বড় চমক। মণ্ডপ সজ্জায়-থিমের ভাবনায় এবং উপস্থাপনায়। ইতিমধ্যে শহরের রাস্তায় ঢল নেমেছে মানুষের।

 

মহম্মদ আলি পার্কের যুব সমিতির ৫৬ তম দুর্গা পুজো থিমের প্রতিযোগিতায় এবার তাদের ভাবনায় আমেরিকার রাষ্ট্রপতির অফিসিয়াল বাসভবন এবং কর্মক্ষেত্র আইকনিক হোয়াইট হাউস। এই পুজোর উদ্বোধন করেন সাংসদ সুদীপ ব্যানার্জি।

 

এই বছরের প্রতিমা বানিয়েছেন শিল্পী কুশ বেরা। ক্রমবর্ধমান জল সঙ্কটের আলোকে, জলকে জীবন হিসাবে চিত্রিত করা, জল দূষণ এবং অপচয়ের বিরুদ্ধে সচেতনতা এবং পদক্ষেপের জরুরি প্রয়োজন, সেই বার্তাই দেওয়া হয়েছে।