৭৫ বছরে ১০০ ফুটের দুর্গা, মণ্ডপে থাকছে তিন প্রতিমা, জানেন কোথায়?
Durga Puja: পানিহাটি পৌরসভার ১৩ নং ওয়ার্ডের শহিদ কলোনি। তাদের খেলার মাঠের পুজো এইবছর ৭৫ তম বর্ষে পা দিল। আর এই ৭৫ বছরে চমক।
আজকাল ওয়েবডেস্ক: আগামিকাল মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হবে কাল। ঢাকের বাদ্যির আওয়াজ ভেসে আসবে দূর থেকে। সবাই ছুটবে পুজো প্যাণ্ডেলের দিকে। মাত্র কটা দিনের আনন্দ।
আর এই কয়েকটা দিনের জন্যই পুজো কর্তৃপক্ষগুলির দীর্ঘ দিনের পরিকল্পনা। যেমন, পানিহাটি পৌরসভার ১৩ নং ওয়ার্ডের শহিদ কলোনি। তাদের খেলার মাঠের পুজো এইবছর ৭৫ তম বর্ষে পা দিল। আর এই ৭৫ বছরে চমক। মণ্ডপের বাইরে ও ভেতর মিলিয়ে মোট তিনটি দুর্গা প্রতিমাকে ঘিরেই এবারের বিশেষ আকর্ষণ শহিদ কলোনির দুর্গাপুজোর।
পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, প্রধান যে মণ্ডপ তৈরি হচ্ছে সেটাই হচ্ছে ১০০ ফুটের বিশাল দুর্গা প্রতিমা। আর মণ্ডপের ভেতরে আরও দুটি প্রতিমা থাকবে। একটি প্রতিমা পুজো করা হবে। অপরটি দর্শনার্থীরা দুচোখ ভরে দেখবেন। এককথায় এবারের শহিদ কলোনির দুর্গা পুজোর থিম 'মা দুর্গা'। প্রায় আড়াই মাস ধরে ৪০ জন কারিগর নিরলস পরিশ্রম করছেন এই আয়োজন সফল করার জন্য।
গতবছরে এখানকার থিম ছিল লণ্ডন টু আমেরিকা। লণ্ডনের বিখ্যাত ব্রিজ, আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি সবাইকে মুগ্ধ করে দিয়েছিল। সারারাত ধরে মানুষের প্রতিমা ও মণ্ডপ দেখার আগ্রহ ও উৎসাহ পুজো আয়োজকদের নতুন কিছু করে দেখানোর উৎসাহ যে আরও বাড়িয়ে দিয়েছে সে নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই ।
কিন্তু কীভাবে পৌঁছবেন এই ঠিকানায়? সোদপুর স্টেশনে থেকে ট্রাফিক মোড় এসে বিটি রোড ধরে একটু আগরপাড়ার দিকে মুখ করে হাঁটলেই দেখতে পাবেন শহিদ কলোনির ১০০ ফুটের দুর্গা প্রতিমা মণ্ডপ। আর যারা গাড়িতে বা বাসে আসবেন তারা বি টি রোড ধরে ধানকল বাসস্ট্যান্ডে এলেই পৌঁছে যাবেন শহিদ কলোনির এই পুজো মণ্ডপটি।