পুজোয় জমিয়ে চাইনিজ খেতে চান? ‘চাওম্যানে’ রয়েছে এলাহি আয়োজন
Durga Puja 2024 প্রতি বছরের মতো এবারও বিশেষ বুফে ও আ–লা–কার্টের মহাভোজের সম্ভার নিয়ে এসেছে কলকাতার একাধিক রেস্তোরাঁ। আর এই পুজোতে যদি একেবারে খাঁটি চাইনিজ খেতে চান, তাহলে আপনার ডেস্টিনেশন হতে পারে ‘চাওম্যান’।
আজকাল ওয়েব ডেস্ক: পুজো মানেই হইহুল্লোড়, সাজগোজ আর এক রাশ আনন্দ। সঙ্গে জমিয়ে ভূরিভোজ। আসলে সারা বছর শুক্তো, ডাল ভাত খেয়ে কাটালেও দুর্গাপুজোর ওই ক’টা দিন বাইরে না খেলেই নয়! তাই তো এই সময়ে বিভিন্ন রেস্তোরাঁয় থাকে উৎসবের মেজাজ। প্রতি বছরের মতো এবারও বিশেষ বুফে ও আ–লা–কার্টের মহাভোজের সম্ভার নিয়ে এসেছে কলকাতার একাধিক রেস্তোরাঁ। আর এই পুজোতে যদি একেবারে খাঁটি চাইনিজ খেতে চান, তাহলে আপনার ডেস্টিনেশন হতে পারে ‘চাওম্যান’।
কলকাতার একাধিক জায়গায় রয়েছে চাওম্যানের আউটনেট। শহরে ২২টি আউটলেট রয়েছে চাওম্যানের। শুধু কলকাতা নয়, ব্যাঙ্গালোরে ৮টি, দিল্লি এনসিআরে ৪টি এবং হায়দ্রাবাদের ২টি জায়গাতেও রয়েছে এই চিনা রেস্তোঁরা।
ইতিমধ্যে এলাহি চাইনিজ খাবারের প্রাচুর্য নিয়ে পুজোয় প্রস্তুত চ্যাওম্যান। ৫ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত রয়েছে বিশেষ দুর্গাপুজোর আয়োজন। দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চাওম্যানে বসে খেতে পারেন। এছাড়া বাড়িতে সুইগি, জোম্যাটোর মাধ্যমেও খাবার অর্ডারের সুবিধা রয়েছে।
দুর্গাপুজোয় থাই স্টাইল ড্রামস অফ হেভেন থেকে কলকাতা স্টাইল চিলি চিকেন, প্যান ফ্রায়েড চিলি ফিশ, চাওম্যান স্পেশাল রাইস কিংবা চিলি পনির থেকে রোস্টেড চিনি পর্ক, সাংঘাই ফ্রায়েড রাইস সহ আরও নানা রকম স্পেশাল আইটেমের বন্দোবস্ত রয়েছে।সঙ্গে থাই লেমোনেড অথবা ট্রপিক্যাল সি ব্রিজ, ট্যাঙ্গি পাইন অ্যাপেল, রিয়েল আইসড পিচ টি ইত্যাদি দারুণ স্বাদের মকটেলে গলা ভেজাতে পারবেন। আবার শেষপাতে খাওয়ার জন্য পাবেন টফি ওয়ালেট উইথ আইসক্রিম, ব্রাউনি উইথ আইসক্রিম, দর্শন আইসক্রিম ইত্যাদিও। দু’জনের খেতে খরচ হবে ৯০০ টাকা।
যোগাযোগ ১৮০০৮৯০২১৫০